আবারও এক নারকীয় কান্ড! দোলের দিন ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- দোলের দিনেই ফের নারকীয় ঘটনা রাজ্যে। একরত্তি নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে যৌন নিগ্রহের অভিযোগ কোচবিহারে মেখলিগঞ্জে। শুক্রবারের ওই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, নির্যাতিতা নাবালিকার বয়স ৬ বছর। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

গোটা এলাকা যখন দোলে মেতে, রং খেলায় মত্ত হয়ে রয়েছে সবাই। সেই উৎসবের মাঝেই মেখলিগঞ্জের চ্যাংড়াবান্ধায় হাড়হিম করা ঘটনা।

পরিবারের অভিযোগ, মেয়ে সমবয়সী এক বন্ধুর সঙ্গে খেলতে বেরিয়েছিল। অভিযুক্ত যুবক মেয়েকে ঘুড়ি দেওয়ার নাম করে ডাকে এবং পাঁচ টাকা হাতে দিয়ে নাবালিকাকে ফুঁসলিয়ে নিয়ে যায় বলে অভিযোগ। তাকে ধর্ষণ করা হয়েছে বলেও অভিযোগ পরিবারের। মেয়ে বাড়িতে ফিরে কান্নাকাটি করায়, তার মা জানতে চায়, কী হয়েছে। তখনই সামনে আসে পুরো ঘটনা।

অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানাচ্ছে এলাকাবাসী। দিনে-দুপুরে কীভাবে এমন ঘটনা ঘটল, তা ভেবে আতঙ্কিত তাঁরা। শুক্রবার রাতে পরিবারের সদস্যরা নাবালিকার চিকিৎসার জন্য মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে যায়। খবর পেয়ে সেখানে ছুটে যায় মেখলিগঞ্জ থানার পুলিশ। পরিবারের সদস্যরা জানিয়েছেন, মেখলিগঞ্জ থানা লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে প্রতিবেশী ওই যুবকের বিরুদ্ধে। মেখলিগঞ্জ থানার এক আধিকারিক জানান, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। ইতিমধ্যেই অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*