রোজদিন ডেস্ক, কলকাতা:- ফের জঙ্গি হামলা ! মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের রাজৌরির নওশেরা সেক্টরে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে ভয়াবহ ল্যান্ডমাইন বিস্ফোরণ। আর তাতে কমপক্ষে ছয় সেনা জওয়ান আহত হয়েছেন। তাদেরকে ভর্তি করা হয়েছে হাসপাতালে । চলছে চিকিৎসা । তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে বলে খবর।
গোর্খা রাইফেলসের জওয়ানরা এদিন সকাল পৌনে ১০টা নাগাদ রাজৌরির খাম্বা ফোর্টের কাছে টহল দিচ্ছিলেন। আর সেই সময়েই ঘটে ভয়াবহ ল্যান্ডমাইন বিস্ফোরণ। তবে কারা এই বিস্ফোরণের সঙ্গে যুক্ত তা এখন জানা যায়নি । শুরু হয়ে গিয়েছে তল্লাশি। তবে এই বিস্ফোরণের জেরে গুরুত্বর জখম হন ছয় জওয়ান। দুর্ঘটনায় আহত সকল সৈন্যকে চিকিৎসার জন্য রাজৌরির ১৫০ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানা গিয়েছে, আহত জওয়ানরা হলেন- ৪১ বছরের হাবিলদার এম গুরুং , হাবিলদার জে থাপ্পা , হাবিলদার জং বাহাদুর রানা, ৩৮ বছরের হাবিলদার আর রানা এবং ৩৯ বছরের হাবিলদার পি বদর রানা ।
Be the first to comment