বীরভূমের কয়েক হাজার হরিনাম সংকীর্তনের দলকে খোল করতাল দেওয়ার সিদ্ধান্ত নিলেন অনুব্রত

Spread the love
বিজেপির হিন্দুত্ব তাসের পাল্টা দিতে শুরু করল বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস। জেলার কয়েক হাজার হরিনাম সংকীর্তনের দলকে খোল করতাল উপহার দেওয়ার সিদ্ধান্ত নিল জেলা তৃণমূল  নেতৃত্ব। এবং এই উদ্যোগ স্বয়ং জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের।
জেলার কীর্তন শিল্পীদের বিলি করার জন্য ইতিমধ্যেই ৬০০০ খোল করতাল অর্ডার দেওয়া হয়ে গিয়েছে বলে দলীয়  সূত্রে খবর। তবে এখানেই শেষ নয়। সেই খোলের রং হবে নীল সাদা। সূত্রের খবর, সম্প্রতি বোলপুরে জেলা কমিটির  বৈঠকে অনুব্রত মণ্ডল ঘোষণা করেন, জেলার কীর্তনীয়া শিল্পীদের খোল করতাল দেওয়া হবে।
যে রাম কে নিয়ে বিজেপির রাজনীতি শুরু, তাতে ইতিমধ্যেই থাবা বসিয়েছে জেলা তৃণমূল। বীরভূমের প্রতিটি রাম নবমী উৎসবে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে তৃণমূল নেতৃত্ব। প্রথমে ব্রাহ্মণ সম্মেলন, তারপর আদিবাসী সমাজের মন পেতে তাদের নিয়ে সম্মেলন।  এ বার জেলার কীর্তনীয়াদের খোল করতাল বিলি করার সিদ্ধান্ত নিলেন অনুব্রত। কখনও হিন্দু সম্মেলন, কখনও সংখ্যালঘু সম্মেলন, তো কখনও আদিবাসী সম্মেলন করে চমকে দেওয়া অনুব্রত মণ্ডলের এই নতুন চমকে তাই জেলা জুড়ে আলোড়ন। বীরভূম জেলা সভাধিপতি বিকাশ রায় চৌধুরী বলেন, ‘‘ অনুব্রত যে সিদ্ধান্ত নিয়েছেন তাতে আমরা ধন্যবাদ জানাই তাঁকে।’’ তিনি জানিয়েছেন বীরভূম জেলায় যত কীর্তনীয়া দল আছে তাদের প্রত্যেককে দুটি করে খোল এবং দু জোড়া করে করতাল দেওয়া হবে কিছুদিনের মধ্যেই।
এদিকে এই খোল করতাল বিলির সিদ্ধান্তে  রাজনীতির  খেলাই দেখছে বিজেপি। বিজেপির নেতাদের মতে, হিন্দু ভোট টানতেই এমন চিন্তা ভাবনা। যদিও এতে ভোটে কোনও প্রভাব পড়বে না। বিজেপির নেত্রী লকেট চট্টোপাধায় বলেন,‘‘এতদিন এতটাই  তোষণের রাজনীতি করেছে যে এখন ঢোল করতাল দিয়ে ভারসাম্য আনতে হচ্ছে। আসলে ভোটের বাদ্যি বেজে গেছে। আর মনে হচ্ছে অনেকের জন্যই তো কিছুই করা হয়নি। তবে এ সব করে এখন আর কোনও লাভ হবে না। ’’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*