কৌশিকী অমাস্যায় তারাপীঠে পুজো দিলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল

Spread the love

দুধ সাদা পায়জামা-পাঞ্জাবী, কপালে রক্ত বর্ণ তিলক কেটে ১০৮ টা রক্ত জবার মালা দিয়ে কৌশিকী অমাস্যায় তারাপীঠে পুজো দিলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। সেই সঙ্গে মায়ের কাছে সেরে রাখলেন লোকসভা নির্বাচনের সাফল্য প্রার্থনাও।

শনিবার থেকেই ভক্তদের ঢল নেমেছে তারাপীঠে। রবিবারও তা অব্যাহত। আর এ দিন দুপুরেই তারাপীঠের মন্দিরে পুজো দিতে যান কেষ্ট মণ্ডল। পুজো দিয়ে বেরিয়ে সাংবাদিকদের বলেন, “মাকে বললাম, মা তুমি সব পারো। বাংলায় বিয়াল্লিশে বিয়াল্লিশ করে দাও। মা কিন্তু বলল, বিয়াল্লিশে বিয়াল্লিশ করে দেব।”

গত জুন মাসেই তারাপীঠ মন্দিরে এসে জবা, অপরাজিতা সহ পাঁচ ফুলের মালা দিয়ে পুজো দিয়ে গিয়েছিলেন বিজেপি সভাপতি অমিত শাহ। এ দিন মন্দির থেকে বেরোনর পর অনুব্রতকে বিজেপি সভাপতির তারাপীঠে এসে পুজো দেওয়া প্রসঙ্গে বলতে বলা হলে তিনি বলেন, “কুকুর যখন কামড়ায়, যখন ইঞ্জেকশন কাজ করে না, তখন মন্দিরে মন্দিরে ছুটে বেড়াতে হয়।”
মাস কয়েক আগে ব্রাহ্মণ সম্মেলন করে অনুব্রত বলেছিলেন, “অমিত শাহদের থেকে হিন্দু ধর্ম শিখব না।” এ দিন আরও একবার তাঁকে আক্রমণ শানাতে শোনা গেল বিজেপি নেতার বিরুদ্ধে।

রাজনৈতিক মহলের মতে, হিন্দু ভোট যাতে সব বিজেপিমুখী না যায় তাই বাংলার শাসক দলের এই কৌশল। সম্প্রতি বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস কয়েক হাজার হরিনাম সংকীর্তনের দলকে খোল দেবে বলেও সিদ্ধান্ত নিয়েছে। তাও আবার তার রং হবে নীল সাদা।

কৌশিকী অমাবস্যায় তিলক কেটে পুজো দেওয়ার পর অনুব্রতর এই মন্তব্য শুনে এক বিজেপি নেতা বলেন, “শুম্ভ, নিশুম্ভকে কৌশিকী রূপে বধ করেছিলেন মা তারা। বীরভূমের তথা বাংলার মানুষ জানে বাংলায় কারা শুম্ভ, নিশুম্ভ।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*