কলকাতার সিপি পদে আবারও ফিরছেন অনুজ শর্মা, ফেরানো হচ্ছে রাজীব কুমারকেও

Spread the love

নির্বাচনী আচরণবিধি উঠে যাওয়ার পরেই ফের আইপিএস অফিসারদের রদবদল। দিল্লি থেকে প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে ফের এডিজি সিআইডি করে কলকাতায় ফিরিয়ে আনা হচ্ছে বলে খবর। উল্লেখ্য, লোকসভা ভোট চলাকালীন রাজীব কুূমারকে সিআইডি থেকে সরিয়ে দিল্লিতে স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে অ্যাটাচ করে দেয় নির্বাচন কমিশন। আইপিএস অফিসারদের ক্যাডার কন্ট্রোল অথরিটি স্বরাষ্ট্র মন্ত্রকের হাতেই রয়েছে। তবে রাজ্য সরকার রাজীব কুমারকে ফেরানোর জন্য বিজ্ঞপ্তি জারি করে দিলেও, স্বরাষ্ট্র মন্ত্রক তাঁকে রিলিজ করেছে কি না এখনও স্পষ্ট নয়। এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রক এখনও পর্যন্ত সরকারি ভাবে কিছু জানায়নি।

অন্যদিকে বর্তমান কলকাতা পুলিশ কমিশনার রাজেশ কুমারকে ওয়েটিং ফর পোস্টিং এ রাখা হল। তাঁর জায়গায় ফিরিয়ে আনা হচ্ছে অনুজ কুমার শর্মাকে। এদিকে ভোট মিটতেই বিধাননগরের সিপি হলেন জ্ঞানবন্ত সিং। এছাড়াও, ব্যারাকপুরের সিপি নিযুক্ত হলেন দেবেন্দ্র প্রকাশ সিং। বীরভূমের পুলিশ সুপার হলেন শ‍্যাম সিং। কোচবিহারের পুলিশ সুপার হলেন অভিষেক গুপ্তা। এছাড়া রবীন্দ্রনাথ আভারু কে ডিসি এয়ারপোর্ট জোন ২ এর দায়িত্ব দেওয়া হল।

তবে আপাতত পদহীন বিধাননগরের বর্তমান সিপি নটরাজন রমেশবাবু, কোচবিহারের বর্তমান এসপি অমিত কুমার সিং ও ব্যারাকপুরের বর্তমান সিপি সুনীল চৌধুরী।

দেখুন এক নজরে-

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*