বিএসএফের সীমানা বৃদ্ধির প্রতিবাদের জের, অপর্ণা সেনের বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি বিজেপি নেতার

Spread the love

রাজ্যে বিএসএফের সীমানা বৃদ্ধি নিয়ে সরব হয়েছিলেন অভিনেত্রী অপর্ণা সেন । এবার সে বিষয়ে তাঁর বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায় ।

অপর্ণা সেনকে ক্ষমা চাওয়ার দাবি তুলেছেন অনির্বাণ গঙ্গোপাধ্যায় । ক্ষমা না চাইলে তাঁর বিরুদ্ধে আদালতে মামলা করা হবে বলে অভিনেত্রীকে আইনি চিঠি দিয়ে জানিয়েছেন বিজেপি নেতার আইনজীবী ।


গত অক্টোবরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নয়া নির্দেশিকায় বাংলা, অসম ও পাঞ্জাবে বিএসএফের ক্ষমতা বাড়ানোর নির্দেশিকা জারি করা হয় । বিএসএফ অফিসাররা এতদিন গ্রেফতার, বাজেয়াপ্ত এবং তল্লাশি চালাতে পারত আন্তর্জাতিক সীমান্ত থেকে ১৫ কিলোমিটার ভিতর পর্যন্ত। এবার তাঁদের অবস্থান থেকে ৫০ কিমি ভিতরে ঢুকে তাঁরা এই কাজ করতে পারবেন বলে জানানো হয় নির্দেশিকায়।

বিএসএফের সীমানা বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে অপর্ণা সেন-সহ অন্যান্য বিদ্বজনরা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করেন । সেখানে অপর্ণা সেন দাবি করে বলেন, “মিলিটারিদের যতটা ক্ষমতা দেওয়ার কথা, তার থেকেও বেশি দেওয়া হচ্ছে ৷” ছিটমহলের বাসিন্দাদের কথা ভাবলেই তিনি শিউরে ওঠেন বলেও জানান । এমনিতেই তাঁদের অবস্থা খারাপ, তার উপরে বিএসএফের ক্ষমতা বাড়লে তা আরও দুর্বিষহ হবে বলে জানান অভিনেত্রী-পরিচালক । তিনি রাজ্য সরকারকে অনুরোধ করেন, সীমান্তে বাস করা মানুষগুলোর কথা যেন একটু ভাবা হয় । তাঁরা যেন নিজেদের মতো করে ব্যবসা-বাণিজ্য, চাষাবাদ করতে পারেন ।

তারপরেই এই আইনি চিঠি দিয়ে অপর্ণা সেনকে ক্ষমা চাওয়ার হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতার আইনজীবী ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*