সোমবার থেকেই উঠছে দিল্লির লকডাউন, ঘোষণা কেজরিওয়ালের

Spread the love

কাজে এসেছে লকডাউন। করোনার দ্বিতীয় ঢেউ সামলে সুস্থতার দিকে এগিয়ে চলেছে রাজধানী দিল্লি। এই পরিস্থিতিতে বড় ঘোষণা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি জানান, ৩১ মে সোমবার থেকে ধাপে ধাপে দিল্লি থেকে সরিয়ে নেওয়া হবে লকডাউন।

তবে কোনও হঠকারী সিদ্ধান্ত নেওয়া হবে না, জানান কেজরিওয়াল। তাঁর কথায়, প্রাথমিকভাবে নির্মাণকাজ এবং কারখানাগুলি চালু করা হবে। বাকি সমস্ত কিছু বন্ধ থাকবে। আনলকের জন্য সরকারের তরফে একটি বিস্তারিত গাইডলাইন প্রকাশ করা হবে। দিল্লির মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের কাছে আর্জি জানান, অত্যন্ত প্রয়োজন না পড়লে বাড়ির বাইরে বার হবেন না।করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে দেশের একাধিক রাজ্য যখন বিধিনিষেধ এবং লকডাউন আরোপিত করছে, সেই সময় দিল্লি সরকারের এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, দেশেও কমছে করোনা সংক্রমণ।শুক্রবার স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন জানান দিচ্ছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮৬ হাজার ৩৬৪ জন। উল্লেখযোগ্যভাবে কমেছে দৈনিক মৃত্যির সংখ্যাও। দেশে একদিনে মৃত্যু হয়েছে ৩৬৬০ জনের। এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড মুক্ত হয়েছেন ২ লাখ ৫৯ হাজার ৪৫৯ জন।

গত ৪৪ দিন পর দেশে দৈনিক করোনা আক্রান্তর সংখ্যা সবচেয়ে কম। অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে ২৩ লাখ ৪৩ হাজার ১৫২। গোটা দেশে অধিকাংশ মানুষকে দ্রুত টিকাকরণের উপর জোর দেওয়া হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রক জানাচ্ছে, ২৭ মে পর্যন্ত দেশে ২০ কোটি ৫৭ লাখ ৬৬০ ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় ২৯ লাখ ১৯ হাজার ৬৯৯ টিকা দেওয়া হয়েছে।

পাশাপাশি, এখনও পর্যন্ত ৩৩ কোটি ৯০ লাখের বেশি করোনা টেস্ট করা হয়েছে। গত একদিনে ২০ লাখ ৭০ হাজার নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে পজিটিভিটি রেট ৮ শতাংশ। এদিকে, প্রবীণ নয়, তরুণদের শরীরে জাঁকিয়ে বসছে করোনা। ১ মে থেকে ভারতে মোট কোভিড আক্রান্তের মধ্যে ২৬ শতাংশেরই বয়স ১৮ থেকে ৩০ বছর। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া এই তথ্য সামনে আসার পরেই ছড়িয়েছে চাঞ্চল্য। প্রশ্নের মুখে পড়েছে কেন্দ্রের টিকাকরণ নীতিও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*