অরিজিৎ সিংয়ের থেকে আমি ভালো গায়কঃ মিকা সিং

Spread the love

অরিজিৎ সিংয়ের সঙ্গে অজান্তেই গায়ক মিকার বেঁধে গেল গণ্ডগোল ! কাণ্ডটা হল, সম্প্রতি এক অনুষ্ঠানে পৌছে হঠাৎই অরিজিতের গান নিয়ে সমালোচনা শুরু করে বসলেন মিকা ৷ সমালোচনা শুরু করলেন অরিজিতের গাওয়া ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবির গান ‘চন্না মেরেয়া’ থেকেই।

মিকা বললেন , ‘চন্না মেরেয়া গানটা আমার খুব প্রিয় ৷ তবে গানটি শুনলে মনে হয় আতিফ আসলাম আর অরিজিৎ একসঙ্গে গাইছে ৷ আমার মনে হয়, ওই গানটা আমি পেলে অরিজিতের থেকে ভালো গাইতাম ৷ এমনকী, এই গানটি আমি খুব শীঘ্রই মুখস্থ করে আসব ৷ তারপর আপনাদের শোনাব ৷ আমি বাজি রেখে বলতে পারি, অরিজিতের থেকে আমি অনেক ভালো গাইব !’

মিকার এই মন্তব্য নিয়ে অবশ্য এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়াই দেননি অরিজিৎ সিং ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*