তৃণমূলের জন্মলগ্ন থেকে মমতার সঙ্গে ছিলামঃ অর্জুন সিং

Spread the love

‘মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনেক দিন ধরেই আছি৷’ তৃণমূলে ফেরার জল্পনা বাড়িয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের ৷ রবিবার বেলার দিকে সাংবাদিক সম্মেলনে বিজেপি সাংসদের মন্তব্য, ‘কিছুক্ষণের মধ্যেই কলকাতা যাচ্ছি ৷ একজন গুরুত্বপূর্ণ মানুষের সঙ্গে দেখা করব৷ বৈঠক আছে৷’ তবে কার সঙ্গে বৈঠক, কখন বৈঠক সেই বিষয়ে কিছুই খোলসা করেননি ব্যারাকপুরের সাংসদ ৷

গত লোকসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে আসেন অর্জুন ৷ ব্যারাকপুর থেকে সাংসদ হন ৷ দিন যত এগিয়েছে, তৃণমূল-অর্জুন সম্পর্কের ফাটল বড় হয়েছে ৷ কিন্তু কিছুদিন আগে থেকে অর্জুনের বাণ বিজেপিমুখী হয়ে যায় ৷ পাটশিল্প-পাট শ্রমিকদের অভাব অভিযোগকে সামনে এনে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়াতে থাকেন ব্যারাকপুরের সাংসদ ৷ তড়িঘড়ি দিল্লি থেকে ডেকে পাঠানো হয় অর্জুনকে ৷ শুরু হয় ড্যামেজ কন্ট্রোল কিন্তু ড্যামেজ যে কন্ট্রোল হয়নি, রবিবাসরীয় বেলায় সে কথাই বুঝিয়ে দিলেন অর্জুন ৷ একই সঙ্গে তৃণমূলে যোগদানের জল্পনাও বাড়িয়ে দিলেন ৷ বললেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই তৃণমূলে শেষ কথা ৷ কে কী বলছেন, কোন সাংসদ কী মন্তব্য করছেন, তার কোনও গুরুত্ব নেই তৃণমূলে ৷ মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যকে যেভাবে এগিয়ে নিয়ে গিয়েছেন, তা গুরুত্বপূর্ণ৷’ এরপরই অর্জুনের ইঙ্গিতপূর্ণ মন্তব্য, আজ বিকেলে এক গুরুত্বপূর্ণ, প্রভাবশালী, জনপ্রিয়, ব্যস্ত মানুষের সঙ্গে বৈঠক আছে ৷ যিনি বাংলার অগ্রগতির জন্য কাজ করেন ৷ তবে কার সঙ্গে তিনি বৈঠক করবেন সে কথা খোলসা করেননি ৷

অর্জুন আরও বলেন, ‘পাট শিল্পের সমস্যা নিয়ে কেন্দ্রের সঙ্গে বেশ কয়েকদফায় কথা বলেছি ৷ কিন্তু কোনও লাভ হয়নি ৷ পাট শিল্পীদের সমস্যা সমাধানে কেন্দ্র যে উৎসাহী নয়, তা বুঝে গিয়েছি ৷’ অজুর্নের কথায়, ‘কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে৷’ কিসের কাউন্টডাউন? এখানেও ইঙ্গিতপূর্ণ মন্তব্য৷ বলেন, ‘১০০ হতে আর ৩০ বাকি আছে ৷ ৭০ পর্যন্ত সব গোণা হয়ে গিয়েছে ৷’ বেলা ১টা নাগাদ নিজের বাড়িতে বসে অর্জুন বললেন, ‘আর কিছুক্ষণের মধ্যে কলকাতায় রওনা দিচ্ছি ৷ বিকেলে বৈঠক ৷ তখনই সবাই জানতে পারবেন আমার ভবিষ্যত৷ ’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*