নাম না করে শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারীকে নিশানা করলেন অর্জুন সিং। তাঁর কথায়, তৃণমূলের দুই সাংসদ বিজেপি করলেও তৃণমূলের সাংসদ পদ ছাড়েননি। ওনারা পদত্যাগ করুন। আমি তার এক ঘণ্টার মধ্যে সাংসদ পদ ছেড়ে দেব।
শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারীর রাজনৈতিক অবস্থান নিয়ে বেশ কয়েক বছর জল্পনা চলছে। বিশেষ করে গত বিধানসভা ভোটের আগে শুভেন্দু তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করার পরই সেই জল্পনা আরও বাড়ে। দেড় বছরের বেশি সময় তৃণমূলের কোনও অনুষ্ঠানে দেখা যায়নি শিশির-দিব্যেন্দুদের। শিশিরদের সাংসদ পদ খারিজের জন্য বেশ কয়েক দফায় লোকসভার অধ্যক্ষের কাছে দাবিও জানায় তৃণমূল। যদিও এখনও সাংসদ পদ খারিজ হয়নি।
রবিবার তৃণমূলে যোগ দিয়েই সাংসদ পদ থেকে ইস্তফার প্রশ্নে শিশিরদের বিঁধলেন অর্জুন। নাম না করে অর্জুনের বাণ, যাঁরা তৃণমূলের টিকিটে সাংসদ হয়েও অন্য দলের হয়ে কাজ করছেন, তাঁদের আগে সাংসদ পদ ছাড়া উচিত। এর পরই অর্জুনের সংযোজন, ওনারা সাংসদ পদ ছাড়ার এক ঘণ্টার মধ্যে দিল্লিতে গিয়ে সাংসদ পদ থেকে ইস্তফা দেব।
Be the first to comment