প্রতিবছরের মতো এবছরও দেশের শহীদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী

Spread the love

বৃহষ্পতিবার ৭ই ডিসেম্বর ২০১৭ ভারতের সশস্ত্রবাহিনী দিবস। প্রধানত ভারতীয় সশস্ত্র বাহিনীর কর্মীবৃন্দদের কল্যানে দেশবাসীদের সম্মিলিত অর্থ এদিন উৎসর্গ করা হয়। ১৯৪৯ সালে ৭ই ডিসেম্বর, ঠিক এই দিনেই বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয় তারপর থেকে দীর্ঘ ৬৮ বছর ধরে অত্যন্ত শ্রদ্ধা ও ঐতিহ্যের সঙ্গে স্মরণ করা হয়। প্রধানত, ভারতের সৈনিক, নাবিক ও বায়ুকর্মীদের সম্মান জানানো হয় বিশেষ এই দিনটিতে। মূলত ৩টি সাধারন উদ্দেশ্যেই ৭ডিসেম্বর দিনটি পালন করা হয়। তিনটি উদ্দেশ্য হলো-

· যুদ্ধে হতাহতদের পুনর্বাসন
· পরিষেবা কর্মী ও তাঁদের পরিবারের কল্যান
· প্রাক্তন কর্মী এবং তাদের পরিবারের পুননির্বাসন ও কল্যান

দেশের শহীদদের এই বিশেষ দিনটিতে শ্রদ্ধা জানানো হয়। পাশাপাশি দেশের সমস্ত মানুষ দিনটিতে বর্তমান ও প্রাক্তন সেনা কর্মীদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপণ করেন। এই দিনটিতে সশস্ত্র সেনাবাহিনীর ৩টি শাখা যথাক্রমে ভারতীয় নৌ সেনা বিভাগ, ভারতীয় সেনা, ভারতীয় বায়ু সেনা বিভাগ সম্মিলিত ভাবে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেন। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ, প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমন সমস্ত বিশিষ্ট ব্যক্তিত্ব শহীদ, বর্তমান ও প্রাক্তন সেনাদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানান। এদিনের এক অনুষ্ঠানে হাজির ছিলেন অভিনেতা তথা সঞ্চালক কপিল শর্মা। অন্যদিকে ভারতীয় ক্রিকেট দলের সদস্যরাও মাঠে নেমে সেনাদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*