উত্তর-পুবের নিষিদ্ধ সংগঠন আলফা–আইতে যোগ দিতে যাচ্ছিল দুই ছাত্র। সমস্ত ঠিক হয়েই গিয়েছিল প্রায়। খবর পেয়ে, অসমের গোলাঘাট থেকে শেষ মুহূর্তে তাদের গ্রেফতার করল পুলিশ। জেরায় তাদের দাবি, চরম দারিদ্র্যই এই পথে টেনেছিল তাদের।
পুলিশ জানিয়েছে, ধৃত দুই যুবকের বাড়ি অরুণাচল প্রদেশের গোপুর সীমান্তে। এক জনের নাম বানিয়া। স্থানীয় স্কুলের দশম শ্রেণির ছাত্র সে। অপর জনের নাম নব হান্দিক। সে দ্বিতীয় বর্ষের কলেজ পড়ুয়া। গোপন সূত্রে আগাম খবর পেয়ে, রাতের বেলা পুলিশ ও সিআরপিএফ যৌথ অভিযান চালায় রঙ্গজন–টিনালির একটি নাইট সার্ভিস বাসে। বাসটি নাগাল্যান্ডের মন টাউন যাচ্ছিল। ওই বাস থেকেই দুই যুবককে গ্রেফতার করা হয়।
পুলিশ তদন্তে জেনেছে, ওই দুই যুবক গুয়াহাটি থেকে বাসে করে নাগাল্যান্ড যাচ্ছিল। তাদের গন্তব্য ছিল মন টাউন। সেখান থেকে তাদের মায়ানমার সীমান্তে পৌঁছে যাওয়ার কথা ছিল। সেখানেই নিষিদ্ধ সংগঠন আলফা–আইয়ের প্রস্তুতি শিবিরে যোগ দেওয়ার কথা ছিল। সেই মতোই সংগঠনের নেতৃত্বের সঙ্গে আগাম কথাবার্তা বলে রেখেছিল তারা।
পুলিশের জিজ্ঞাসাবাদে দুই যুবকই জানিয়েছে, তাদের পরিবার খুব গরিব। কারও চাকরি নেই। পড়াশোনা শেখার পরে তাদেরও চাকরি হবে এমন কোনও নিশ্চয়তা নেই। তাই চরম হতাশা থেকেই তারা আলফা–আইতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। অনেক টাকাপয়সার লোভ দেখানো হয়েছিল তাদের।
পুলিশ জানিয়েছে, এই দপউ যুবকই প্রথম নয়। ওই এলাকার দারিদ্র্য এবং অশিক্ষার সুযোগ নিয়ে আগেও কিছু যুবককে ফাঁদে ফেলার চেষ্টা করেছে আলফা। টাকার লোভে অনেকেই যোগ দিয়ে ফেলে এই সংগঠনে।
Be the first to comment