নতুন সাংসদ হয়েই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করলেন প্রিয়াঙ্কা, ওয়ানাডের জন্য সাহায্য চাইলেন

Spread the love

রোজদিন ডেস্ক :-  কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করলেন ওয়েনাডের নবনির্বাচিত কংগ্রেস সাংসদ প্রিয়াংকা গান্ধী। চলতি বছরে ভূমিধসে প্রচুর ক্ষতি হয়েছে ওয়েনাডে। আর এই ভূমিধসে ক্ষতিগ্রস্তদের অবিলম্বে আর্থিক সহায়তা দেওয়ার জন্যই কেন্দ্রকে আর্জি জানালেন কংগ্রেস নেত্রী।

বুধবার প্রিয়াংকার নেতৃত্বে কেরলের সাংসদদের একটি প্রতিনিধিদলও শাহের সঙ্গে দেখা করেন। তাঁরাও রাজনৈতিক মতপার্থক্যকে সরিয়ে রেখে মানবিক সহায়তাকে অগ্রাধিকার দেওয়ার কথাই জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে।
এদিন শাহি দরবারে বৈঠকের পর প্রিয়াংকা বলেন, ‘আমরা তাঁকে (অমিত শাহ) ওয়েনাডের পরিস্থিতির কথা জানিয়েছি। কীভাবে পুরো গ্রাম ভেসে গিয়েছে, পরিবারগুলি সব হারিয়েছে সবই জানানো হয়েছে।’ তিনি পরিস্থিতির গুরুত্বের ওপর জোর দিয়েছিলেন। কারণ ওয়েনাডের ভূমিধসে ক্ষতিগ্রস্তরা অসহায় ভাবে দিন কাটাচ্ছে। এই অবস্থায় সহায়তা প্রদানে কেন্দ্রের কোনও বিলম্ব ক্ষতিগ্রস্তদের কাছে নেতিবাচক বার্তা পৌঁছে দেবে।
এদিন প্রিয়াঙ্কা এও উল্লেখ করেন যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করা সত্ত্বেও, এখনও পর্যন্ত উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়া হয়নি। কংগ্রেস নেত্রী রাজনীতির ঊর্ধ্বে উঠে মানবিক দৃষ্টিকোণ থেকে সংকট মোকাবিলার কথা পুনর্ব্যক্ত করেছেন। যদিও তিনি জানিয়েছেন যে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিনিধিদলকে আশ্বাস দিয়েছেন যে বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে ত্রাণের দিকটি খতিয়ে দেখা হবে।
প্রসঙ্গত, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা সংক্রান্ত বিষয়টি দেখভাল করে থাকে স্বরাষ্ট্রমন্ত্রক। সেদিক থেকে প্রিয়াংকা সঠিক জায়গাতেই আর্জি জানিয়েছেন। অমিত শাহের কাছে তিনি ওয়েনাডের ক্ষতিপূরণে দু হাজার কোটি টাকার কেন্দ্রীয় সহায়তা চেয়েছেন। লোকসভায় সাংসদ হিসাবে শপথ নেওয়ার পরই প্রিয়াংকা ওয়ানাডে গিয়ে কথা দিয়েছিলেন যে তিনি এলাকার সমস্যার সুরাহা করার চেষ্টা করবেন। সেই কথা মতো ওয়েনাড থেকে ফিরেই শাহর সঙ্গে দেখা করলেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*