ঘূর্ণিঝড় অশনির সংকেতে সিঁদুরে মেঘ দেখছে বাংলা। ইতিমধ্যে শক্তি বাড়িয়েছে এই নিম্নচাপ। দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হওয়া এই নিম্নচাপ আজ রবিবার সকালেই ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে। বিকেলের মধ্যেই শক্তি আরও বাড়িয়ে প্রবল ঘুর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা। এখন প্রশ্ন বাংলায় কি ঘূর্ণিঝড় অশনির প্রভাব পড়বে?
আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তাঁরা পরিস্থিতির দিকে নজর রাখছেন। আপাতত অশনির যে গতিপ্রকৃতি তাতে অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশার উদ্বেগ বাড়ছে। ১০ মে ঘূর্ণিঝড় অশনি এই দুই রাজ্যের উপকূলে পৌঁছে বাংলাদেশের দিকে চলে যেতে পারে। তারপরই এর শক্তিক্ষয় হতে শুরু করবে।
ফলে অশনি স্থলভাগে পৌঁছনোর আগেই নিস্তেজ হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। ফলে বঙ্গে প্রভাব পড়বে না বলেই ধরে নেওয়া যায়। ১১ মে বুধবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টি হতে পারে। ইতিমধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে ঘূর্ণিঝড় অশনিকে মোকাবিলার সবরকম ব্যবস্থা নিয়েছে। পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন সংলগ্ন এলাকায় প্রশাসনিক স্তরে বাড়তি নজরদারির ব্যবস্থা নেওয়া হয়েছে।
আবহাওয়ার যাবতীয় খবর মাইকিং করে সংশ্লিষ্ট এলাকাবাসীদের মধ্যে সতর্ক করা হচ্ছে। মৎস্যজীবিদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। উদ্ধারকার্যের যাবতীয় ব্যবস্থাপনা করে রাখা হচ্ছে। সুন্দরবন অঞ্চলের সাইক্লোন সেন্টারগুলো তৈরি রাখা হচ্ছে। তাই বলা যায় অশনির অশনি সংকেতে সতর্ক রাজ্য। মোকাবিলায় প্রস্তুত।
Be the first to comment