আরজি কর আন্দোলনের অন্যতম মুখ আসফাকুল্লাকে শোকজ মেডিক্যাল কাউন্সিলের, বাড়িতে পুলিশি হানা

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা :- আরজি কর কাণ্ডে জুনিয়ার ডাক্তার দেবাশিস হালদার, অনিকেত মাহাতোদের মতো আন্দোলনের অন্যতম মুখ আসফাকুল্লা নাইয়া। এবার তাঁকে শোকজ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল। তাঁর বিরুদ্ধে অভিযোগ, পিজিটি (পোস্ট গ্যাজুয়েট ট্রেনি) হয়েও ইএনটি সার্জনের পরিচয় দিয়ে চিকিৎসা করেছেন তিনি। এর জন্য আসফাকুল্লাকে সাতদিনের মধ্যে জবাব তলব করা হয়েছে। এদিকে বৃহস্পতিবার তাঁর কাকদ্বীপের বাড়িতে হানা দিয়েছে বিধাননগর পুলিশ।

আসফাকুল্লার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, সিঙ্গুরে একটি স্বাস্থ্য পরিষেবা দেওয়া সংস্থার বিজ্ঞাপনে তিনি নিজেকে ‘এমএস’ বলে দাবি করেছেন। কিন্তু এটি নিয়ম-বহির্ভূত। তৃণমূল নেতা কুণাল ঘোষও একই অভিযোগ করেছিলেন। বিতর্কের সূত্রপাত তখন থেকেই। কারণ কোর্স শেষ হওয়ার আগে কীভাবে তিনি নিজেকে ‘এমএস’ বলে দাবি করেছেন, তা নিয়ে প্রশ্ন উঠতে থাকে। এবার আসফাকুল্লার কাছে সমস্ত বিষয় জানতে চাইল রাজ্য মেডিকেল কাউন্সিল। যথাযথ জবাব না মিললে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপও করা হতে পারে বলে জানানো হয়েছে।
এদিকে এদিন আসফাকুল্লার কাকদ্বীপের বাড়িতে যায় পুলিশ। জানা গিয়েছে, বেশকিছু নথি সংগ্রহ করে নিয়ে যায় তারা। আসফাকুল্লার পরিবারের দাবি, কোনওরকম নোটিশ না দিয়ে পুলিশ এসেছিল। যদিও এনিয়ে সোশ্যাল মিডিয়ায় আসফাকুল্লা একটি ভিডিওবার্তায় জানান, আরজি করের আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা পালন করায় পুলিশ তাঁকে ভয় দেখাচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*