গ্যাসের গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক যুবকের। জানা গিয়েছে, মৃতের নাম সইফুদ্দিন মণ্ডল, বয়স ২৯ বছর। মঙ্গলবারের এই পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি অশোকনগরে। জানা গিয়েছে, প্রায় তিন ঘণ্টা ধরে হাবরা নৈহাটি রোডের কামারপুর মোড় অবরোধ করে স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, জোরে গাড়ি চালাতে গিয়ে এই পথ দুর্ঘটনা। ঘটনার পর পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ে উত্তেজিত জনতা। প্রায় ৫ ঘণ্টা ঘটনাস্থলে ঢুকতে দেওয়া হয়নি পুলিশ ও সংবাদমাধ্যম কর্মীদের। অবশেষে কাঁদানে গ্যাসের শেল ফাটিয়ে ও লাঠিচার্জ করে এলাকায় ঢোকে পুলিশ।
স্থানীয়দের অভিযোগ, এদিন ভোরবেলায় অশোকনগর থানার পুলিশ রাস্তায় দাঁড়িয়ে টাকা তুলছিলো। সেইসময় অশোকনগর নৈহাটি জিরাট রোডে একটি গ্যাসের গাড়ি ধাক্কা মারে বাইক আরোহী সইফুদ্দিনকে। সঙ্গে সঙ্গে রাস্তায় ছিটকে পড়লে মৃত্যু হয় তাঁর। কিন্তু দেহ রাস্তায় রেখেই চলে যায় পুলিশ। উত্তেজিত জনতা মৃতদেহ রাস্তায় ফেলে অবরোধ করে। সঙ্গে জলের পাইপ দিয়েও রাস্তা বন্ধ করে দেওয়া হয়। পুলিশের দুটি গাড়ি ও একটি সরকারি বাসে ভাঙচুর চালানো হয়। প্রায় ৫ ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে স্থানীয়দের সঙ্গে ঝামেলা বেঁধে যায়।
Be the first to comment