মঙ্গলকোটে খুন হলেন তৃণমূল নেতা। জানা গিয়েছে, কয়েকজন অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী তাঁর বাইক আটকে গুলি করে পালায় বলে খবর। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মঙ্গলকোটের লাখুড়িয়ায়।
জানা গিয়েছে, সোমবার সন্ধে সাতটা নাগাদ মোটর বাইকে করে লাখুড়িয়ায় নিজের বাড়িতে ফিরছিলেন তৃণমূল অঞ্চল সভাপতি অসীম দাস। সিয়োর নামে একটি জায়গায় পিছন তাঁকে অসীমবাবুকে উদ্দেশ্য করে একজন দাদা বলে ডাকেন। এরপরই মোটর বাইক থামিয়ে দাঁড়িয়ে যান তৃণমূল নেতা। এর পরেই তাঁকে লক্ষ্য করে গুলি চালায় এক আততায়ী। গুলিটি লাগে অসীমবাবুর বাঁদিকের বুকে।
এরপর ঘটনাস্থল থেকে চম্পট দেয় আততায়ীরা। স্থানীয়রা ছুটে এসে উদ্ধার করেন রক্তাক্ত অসীমবাবুকে। তাঁকে নিয়ে যাওয়া হয় মঙ্গলকোট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। যদিও চিকিৎসকেরা অসীম দাসকে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয়রা জানাচ্ছেন, চার পাঁচ জন যুবক মোটর বাইকে করে এসেছিল। তৃণমূল নেতাকে গুলি করে তাতেই উঠে চম্পট দেয়। তাদের প্রত্যেকের মুখ ঢাকা ছিল বলে জানিয়েছেন তাঁরা।
এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মঙ্গলকোটের তৃণমূল বিধায়ক অপূর্ব চৌধুরীর দাবি, একুশের ভোটে তাঁর কেন্দ্রে দলের ফলাফল ভাল হওয়ার পরেই রাজনৈতিক ষড়যন্ত্র শুরু করেছে বিজেপি। দলের অঞ্চল সভাপতির খুনে বিজেপি মদতপুষ্ট আততায়ী রয়েছে বলে দাবি করেন তিনি।
যদিও এই অভিযোগ একেবারেই উড়িয়ে দিয়েছে বিজেপি। জেলার বিজেপির সহ-সভাপতি অনীল দত্তের দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বেই খুন হয়েছেন তৃণমূল নেতা। এই ঘটনার সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই।
রথের দিন তীব্র উত্তেজনা মঙ্গলকোটের লাখুড়িয়া এলাকায়। ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। চলছে তল্লাশি অভিযান।
Be the first to comment