শেষ নিশ্বাস ত্যাগ করলেন ‘নাইটিঙ্গল অফ অসম’, অসমের জনপ্রিয় সঙ্গীতশিল্পী দিপালী বরঠাকুর। শহরের একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৭ বছর।
শেষ পর্যন্ত শ্বাসজনিত সমস্যার কাছে হার মানলেন পদ্মশ্রী খেতাবে ভূষিত সঙ্গীতশিল্পী। এছাড়াও, একাধিক পুরস্কারে ভূষিত হন– অসম সরকারের তরফে ২০১০ সালে শিল্পী বোটা খেতাব, সাদো আসোম লেখিকা সমারোহ সমিতির তরফে ২০১২ সালে পান আইডু হ্যান্ডিক শিল্পী পুরষ্কার। তাঁর জনপ্রিয় অসমিয়া গানের মধ্যে অন্যতম ‘ সোনোর খারু নালাগে মোক’, ‘ সেনাই মোই জাউ দেই’, ‘ জোনধনে জোনালীতে’, ‘ কণমান বরশীরে চিপ’।
১৯৬৯ সালে দিপালী বরঠাকুরের শেষ রেকর্ড করা গান ‘লুইতো নেজাবি বোই’। বহুদিন ধরেই মোটোর নিউরন-এর সমস্যায় অসুস্থ থাকার কারণে একসময় সঙ্গীত জগৎ থেকে বিদায় নিতে বাধ্য হন ‘নাইটিঙ্গল অফ অসম’।
১৯৪১ সালের ৩০ জানুয়ারি শিবসাগরের সোনারিতে জন্মগ্রহণ করেন দিপালি বোরঠাকুর। বাবা বিশ্বনাথ বোরঠাকুর, মা চন্দ্রকান্তি দেব। ১৯৭৬ সালে অসমের বিখ্যাত শিল্পী নীল পবন বরুয়ার সঙ্গে বিবাহ হয় দিপালীদেবীর।
Be the first to comment