ইজরায়েলি বিমানহানায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন

Spread the love

রোজদিন ডেস্ক :-

গাজা, লেবাননে যুদ্ধ পরিস্থিতির মধ্যেই প্যালেস্টাইনি বসতি ওয়েস্ট ব্যাঙ্কে আবার হামলা চালাল ইজরায়েলি সেনা। জেরুসালেম লাগোয়া ওই অঞ্চলের তুলকারেম শরণার্থী শিবিরে ইজরায়েলি বিমানহানায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। গাজায় যুদ্ধ পরিস্থিতির কারণে কয়েক হাজার প্যালেস্টাইনি সেখানে আশ্রয় নিয়েছিলেন বলে ওয়েস্ট ব্যাঙ্ক স্বশাসিত কর্তৃপক্ষ জানিয়েছেন।
ইজরায়েল প্রতিরক্ষা বাহিনী (ইজরায়েল ডিফেন্স ফোর্স বা আইডিএফ) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গোয়েন্দা সংস্থা শিন বেটের দেওয়া তথ্যে ভিত্তিতেই বৃহস্পতিবার গভীর রাতে ওয়েস্ট ব্যাঙ্কে বিমান হামলা চালানো হয়েছে। ওই এলাকায় প্যালেস্টাইনি জঙ্গিদের গতিবিধির ‘সুনির্দিষ্ট তথ্য’ ছিল বলে তেল আভিভের দাবি।
ভূমধ্যসাগরের তীরবর্তী গাজা ভূখণ্ড হামাসের দখলে থাকলেও প্যালেস্টাইনি মুক্তি আন্দোলনের অবিসংবাদী নেতা প্রয়াত ইরাসের আরাফতের তৈরি সংগঠন ‘ফাতা’-র নেতৃত্বাধীন জোট ‘প্যালেস্তাইন লিবারেশন অর্গানাইজেশন’ (পিএলও)-এর নিয়ন্ত্রণে রয়েছে ওয়েস্ট ব্যাঙ্ক ভূখণ্ড। রাষ্ট্রপুঞ্জের স্বীকৃতিপ্রাপ্ত ‘স্বশাসিত প্যালেস্টাইন কর্তৃপক্ষ’ সেখানকার প্রশাসন পরিচালনা করেন। ইজরায়েল সেনা অবশ্য আন্তর্জাতিক জনমত উপেক্ষা করেই দীর্ঘ দিন ধরে ওয়েস্ট ব্যাঙ্কের একাংশ দখল করে রয়েছে।
২০০৭ সালে ফাতার বাহিনীকে হটিয়েই গাজার দখল নিয়েছিল হামাস। সে সময় স্বাধীনতাপন্থী দুই প্যালেস্টাইনি গোষ্ঠীর রক্ষক্ষয়ী লড়াইও হয়েছিল। কিন্তু গাজায় যুদ্ধ পরিস্থিতিতে ওয়েস্ট ব্যাঙ্কে ইজরায়েলি আগ্রাসন নতুন করে প্যালেস্তিনীয় আন্দোলনকে আবার ঐক্যবদ্ধ করেছে। জুলাই মাসে বেজিংয়ের তিন দিনের আলোচনায় পরে চিনা বিদেশমন্ত্রী ওয়াং ইর উপস্থিতিতে গাজায় প্রশাসনিক ঐক্য গড়ে তুলতে দু’গোষ্ঠীর সমঝোতা সই হয়েছে। ঘটনাচক্রে, তার পরেই ‘জঙ্গি দমনের’ নামে ওয়েস্ট ব্যাঙ্কে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইজরায়েল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*