রোজদিন ডেস্ক,কলকাতা :- বছর শেষে সন্দেশখালিতে পা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুর ১ টা নাগাদ সন্দেশখালিতে পৌঁছন তৃণমূল সুপ্রিমো। তাঁকে দেখার জন্য এবং তাঁর বক্তব্য শোনার জন্য সকাল থেকে মুখ্যমন্ত্রীর সভাস্থলে ভিড় জমান কাতারে কাতারে মানুষ। সভাস্থল থেকে এদিন কী বলেন মুখ্যমন্ত্রী আপাতত সেদিকে প্রত্যেকের নজর।
মঞ্চে দাঁড়িয়ে সবার আগে মুখ্যমন্ত্রী প্রণাম জানান, সমস্ত বয়স্কদের। এত দূর থেকে তাঁরা যে সভাস্থলে হাজির হয়েছেন তার জন্য কৃতজ্ঞতা জানান। এরপর বলেন, ‘সকলকে জানাই নববর্ষের আগাম শুভেচ্ছা। সন্দেশখালির মা-বোনেদের সম্মান জানাই। আপনারাই এই মাটিকে সমৃদ্ধ করেছেন। তাই মা-বোনেদের অন্তর থেকে প্রণাম জানাই।’
বছরের শেষ সোমবার সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠানে যোগ দিতেই সন্দেশখালির ঋষি অরবিন্দ মিশনের মাঠে গেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত, বছরের শুরুতেই সন্দেশখালি সংবাদ শিরোনামে উঠে আসে। কেন্দ্রের বিজেপি নেতৃত্বের মুখে মুখে শোনা যায় সন্দেশখালির নাম। এরপরই বিজেপি নেতা তথা সুজয় মাষ্টারের নেতৃত্বে গড়ে ওঠে আন্দোলন। সেই আন্দোলনের মুখ হয়ে ওঠেন রেখা পাত্র। যার সাথে দেশের প্রধানমন্ত্রী পর্য়ন্ত টেলিফোনিক বার্তালাপ করেন। এরপরই লোকসভা ভোটে বিজেপির প্রার্থীও হন রেখা। কিন্তু সেখ শাহজাহান এবং তার অনুগামীদের বিরুদ্ধে মহিলা নির্যাতন, ধর্ষণ, হুমকি, জমি দখলের মতো বিস্তর অভিযোগ থাকা সত্বেও লোকসভা ভোটে বসিরহাটে দাঁত ফোটাতে পারে নি বিজোপি। ব্যাপক মার্জিনে জয় ছিনিয়ে আনে শাসক দল। যদিও সেই সময় থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালি যায় নি। কিন্তু, বছর শেষে তাঁর এই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
Be the first to comment