রোজদিন ডেস্ক, কলকাতা:- দিল্লির মুখ্যমন্ত্রী তথা কালকাজি বিধানসভা আসনের আপ প্রার্থী আতিশী মার্লেনা আজ বিধানসভা নির্বাচনের জন্য তার মনোনয়ন জমা দিয়েছেন।
দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ নেত্রী আতিশীর গতকাল মনোনয়নপত্র জমা দেওয়ার কথা ছিল। কিন্তু রোড শো থাকার কারণে তিনি নির্ধারিত সময়সীমার পৌঁছাতে না পারায় মনোনয়ন জমা দিতে পারেননি। সমাবেশ শুরু করার আগে, আতিশী কালকাজি মন্দিরে প্রার্থনা করেন। এরপর, তিনি আপ নেতা মনীশ সিসোদিয়ার সাথে গিরি নগরের গুরুদ্বার শ্রী গুরু গোবিন্দ সাহিবে পৌঁছে প্রণাম জানান।
কালকাজি আসনে বিজেপির রমেশ সিং বিধুরির এবং আতিশীর কঠিন প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ দিল্লির প্রাক্তন সাংসদ এবং তুঘলকাবাদের তিনবারের বিধায়ক বিধুরী ২০০৩, ২০০৮ এবং ২০১৩ সালের নির্বাচনে জয়ী হন। কংগ্রেস এই আসন থেকে জাতীয় মহিলা কংগ্রেসের জাতীয় সভানেত্রী অলকা লাম্বাকে প্রার্থী করেছে। লাম্বা ১৯৯৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত কংগ্রেসে ছিলেন এবং তারপর আম আদমি পার্টিতে যোগ দেন এবং ২০১৫ সালে আম আদমি পার্টির টিকিটে চাঁদনী চক থেকে বিধায়ক হন। কিন্তু তিনি আবার কংগ্রেসে ফিরে যান।
উল্লেখ্য, দিল্লিতে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এবং ভোটগণনা ৮ ফেব্রুয়ারি।
Be the first to comment