রোজদিন ডেস্ক, কলকাতা :- বলিউডে নামলো দুঃখের ছায়া।অভিনেতা সইফ আলি খানের উপরে হামলা। নিজের বাড়িতেই ছুরি দিয়ে হামলা হয় তাঁর উপর। পেটে ছুরির আঘাত লাগে। বর্তমানে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি সইফ। তাঁর অস্ত্রোপচার হচ্ছে বলেই জানা গিয়েছে।জানা গিয়েছে, সইফ আলি খানের উপরে বুধবার রাতে হামলা করে এক চোর। রাত আড়াইটে নাগাদ চোর বাড়িতে ঢোকে।
আলমারি খুলে চুরি করছিল, এমন সময় শব্দ হয়। তাতে জেগে যান পরিচারকরা। তারা চিৎকার করলে চোর পালানোর চেষ্টা করে।
সেই সময়ই ঘর থেকে বেরিয়ে আসেন সইফ। চোরের সঙ্গে মুখোমুখি হয়ে যান তিনি। ভয় পেয়েই চোর সইফের উপরে হামলা করে। তাঁকে ছুরি মেরে পালায়। জানা গিয়েছে, ছয়বার ছুরির কোপ মারা হয় সইফকে।
সঙ্গে সঙ্গেই রক্তাক্ত অবস্থায় পতৌদির নবাবকে উদ্ধার করে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন সইফ। বর্তমানে অস্ত্রোপচার করা হচ্ছে।
লীলাবতী হাসপাতালের সিওও ডঃ নীরজ উত্তামানি জানিয়েছেন, রাত সাড়ে তিনটে নাগাদ সইফ আলি খানকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাঁর শরীরে ৬টি ছুরির আঘাত রয়েছে। এর মধ্যে দুটি ক্ষত গভীর। শিরদাঁড়ার পাশে একটি আঘাত রয়েছে। নিউরোসার্জন ডঃ নিতিন দাঙ্গে, কসমেটিক সার্জন ডঃ লীনা জৈন ও অ্যানেস্থেসিওলজিস্ট ডঃ নিশা গান্ধী অস্ত্রোপচার করছেন
Be the first to comment