কলকাতার মঞ্চে ত্রিপুরার দক্ষিণী
অংশুমান চক্রবর্তী পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা, ভাষার সূত্রে বাঁধা দুই রাজ্য। নিজেদের প্রকাশের জন্য উভয় রাজ্যের মানুষ আশ্রয় নেন বাংলা ভাষার। দুই রাজ্যের সাংস্কৃতিক আদানপ্রদানের ইতিহাস বহু প্রাচীন। কখনও বাংলা গেছে ত্রিপুরায়, কখনও ত্রিপুরা এসেছে বাংলায়। […]