পিএনবি ইস্যুতে সংসদে আলোচনার দাবি কংগ্রেসের
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের জালিয়াতির ঘটনায় সংসদে আলোচনার দাবি জানালো কংগ্রেস। সংবিধানের ১৬৮তম ধারা অনুযায়ী এবিষয়ে সংসদের উচ্চকক্ষে নোটিসও দিল তারা। পাশিপাশি গান্ধি মূর্তির পাদদেশে প্রতিবাদ বিক্ষোভে সামিল হতে দেখা যায় তাদের। যদিও, কংগ্রেস সূত্রে […]