প্য়ারালিম্পিক্সে জোড়া পদক জিতে ইতিহাস অবনির

Spread the love

টোকিয়ো প্যারালিম্পিক্সে ইতিহাস গড়লেন ভারতের অবনি লেখারা ৷ প্যারালিম্পিক্সের আসরে একমাত্র ভারতীয় হিসেবে জোড়া পদক জিতলেন এই মহিলা শুটার ৷ আগেই সোনা জিতে দেশকে গর্বিত করেছিলেন ৷ শুক্রবার ৫০ মিটার এয়ার রাইফেলে ব্রোঞ্জ জিতে ইতিহাসে নাম লেখালেন অবনি ৷

এক সপ্তাহের ব্য়বধানে দ্বিতীয় পদক জিতলেন রাজস্থানের এই শুটার ৷ বিশ্বের পাঁচ নম্বর ভারতীয় শুটার গত মঙ্গলবার ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জিতেছিলেন ৷ মাত্র তিনদিনের ব্য়বধানে দ্বিতীয় পদক এনে দিয়ে দেশের নাম উজ্জ্বল করলেন করলেন অবনি ৷ সেই সঙ্গে একই প্যারালিম্পিক্স ইভেন্টে ভারতের প্রথম প্রতিযোগী হিসেবে জোড়া পদক জিতলেন তিনি ৷

একই প্যারালিম্পিক্সের আসরে এর আগে কোনও ভারতীয় একের বেশি পদক জেতেননি । অবনির হাত ধরে টোকিয়ো প্যারালিম্পিক্সে ১২তম পদক জিতল ভারত ৷ এর মধ্য়ে ২টি সোনা ৬টি রুপো ও ৪টি ব্রোঞ্জ এসেছে ভারতের ঝুলিতে ৷ এদিন ৫০ মিটার এয়ার রাইফেলে মোট ৪৪৫.৯ পয়েন্ট নিয়ে তিন নম্বরে শেষ করেন অবনি। ৪৫৭.৯ পয়েন্ট নিয়ে সোনা জিতেছেন চিনের ঝাং সি। আর জার্মানির নাতাশা হিলট্রপ ৪৫৭.১ পয়েন্ট পেয়ে রুপো জিতেছেন । অবনির দ্বিতীয় পদক জয়ে আপ্লুত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

২০১২ সালে গাড়ি দুর্ঘটনা পর থেকে অবনির জীবন হুইল চেয়ারে আবর্তিত হয় । কিন্তু তাঁর অদম্য ইচ্ছার কাছে হার মানে সব প্রতিকূলতা। ২০১৫ সালে বাবার অনুপ্রেরণায় জয়পুরের শুটিং রেঞ্জে প্রথম রাইফেল হাতে তুলে নিয়েছিলেন ৷ টোকিয়ো প্যারালিম্পিক্সে লড়াকু অবনির দ্বিতীয় পদক জয়ের পর টুইটারে প্রধানমন্ত্রী লেখেন, ‘টোকিয়ো প্যারালিম্পিক্সে আরও একটি গৌরবের মুহূর্ত ৷ অবনির অসাধারণ পারফরম্য়ান্সে আমি অত্য়ন্ত আনন্দিত । ব্রোঞ্জ পদক জয়ের জন্য অবনিকে অভিনন্দন । ওর ভবিষ্যতের প্রচেষ্টার জন্য শুভেচ্ছা জানাই ৷’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*