কয়লা পাচার মামলায় এ বার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তাঁর অভিযোগ, চোখের চিকিৎসা করাতে বিদেশ যাওয়ার কথা ছিল তাঁর। তাই ওই ক’টি দিন বাদ দিয়ে অন্য় দিন তাঁকে অন্য দিন হাজিরার জন্য ডাকার আর্জি জানিয়েছিলেন। কিন্তু অভিষেকের দাবি, তাঁকে দেশের বাইরে যেতে দেওয়ায় আপত্তি তুলেছে ইডি। বৃহস্পতিবার দুপুরে তাঁর আবেদনের শুনানি আদালতে।
অভিষেকের আইনজীবী মারফত জানা গিয়েছে, সম্প্রতি ইডি-কে চিঠি দিয়েছিলেন অভিষেক। জানিয়েছিলেন, ৩ মার্চ থেকে ১০ জুনের মধ্যে কয়লাকাণ্ডে যেন হাজিরা থেকে অব্যাহতি দেওয়া হয় তাঁকে। কারণ হিসেবে জানিয়েছিলেন চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার পরিকল্পনার কথা। কিন্তু পাল্টা চিঠিতে অভিষেক যেন দেশের বাইরে না যান, জানিয়ে দেয় ইডি। ইডি-র এমন আচরণের বিরুদ্ধেই আদালতে গিয়েছেন অভিষেক।
Be the first to comment