অসম-মিজোরাম সীমানায় ৬ পুলিশকর্মীর মৃত্যু; একযোগে তোপ দাগলেন রাহুল- অভিষেক

Spread the love

অসম-মিজোরাম সীমানায় সংঘর্ষে ছয় পুলিশকর্মীর মৃত্যুর ঘটনা নিয়ে কেন্দ্রকে একযোগে তোপ দাগলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গাঁধী। এই ঘটনার জন্য সরাসরি বিজেপি সরকারকে দায়ী করেছেন তাঁরা। অভিষেক-রাহুলের একই সুরে আক্রমণ নতুন করে কংগ্রেস-তৃণমূলের কাছাকাছি আসার জল্পনায় আরও ইন্ধন দিয়েছে।

মঙ্গলবার সকালে অভিষেক টুইট করেন, ‘অসম, মিজোরাম সীমানায় হিংসার ঘটনায় হতবাক ও স্তম্ভিত। মৃতদের পরিবারকে জানাই সমবেদনা। বিজেপি সরকারের অধীনে এই ধরনের ঘটনা গণতন্ত্রের মৃত্যু ঘটাচ্ছে।’ ভারতবাসী আরও ভাল সরকার পাওয়ার যোগ্য বলেই মনে করেন তিনি। অনেকটা একই সুরে রাহুল টুইট করেন, ‘নিহতদের পরিবারকে সমবেদনা জানাই। আশা করছি আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন। মানুষের জীবনে ঘৃণা ও হিংসার যে বীজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বপন করেছে, তা আরও একবার দেশের নাম খারাপ করল। ভারত এখন তার ভয়ঙ্কর ফল ভোগ করছে।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*