ত্রিপুরায় গিয়েই খোয়াই থানায় অভিষেক; কিসের ভিত্তিতে গ্রেফতারি তৃণমূল নেতাদের, জানতে চান পুলিশের কাছে

Spread the love

 অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কালো পতাকা দেখানো হল ত্রিপুরায়। সে রাজ্যে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছে বর্তমানে। ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ত্রিপুরার খোয়াইতে। রবিবার ওই এলাকা থেকেই দেবাংশু ভট্টাচার্য সহ ১১ জন যুব তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়। এ দিন আগরতলা বিমানবন্দর থেকে সরাসরি খোয়াই থানায় যান অভিষেক বন্দ্যোপাধ্যায়।

থানায় পৌঁছে তিনি পুলিশের কাছে জানতে চান, কীসের ভিত্তিতে দেবাংশুদের গ্রেফতার? আগেই সেখানে পৌঁছেছিলেন ব্রাত্য বসু, দোলা সেন এবং ব্রাত্য বসু। থানার অন্দরে আইনি বিতর্ক এবং বাইরে রাজনৈতিক চাপানউতোর ঘিরে তরজা তুঙ্গে।

শেষ পাওয়া খবর অনুযায়ী, পুলিশের সঙ্গে কথা বলছেন অভিষেক বন্দোপাধ্যায়। এ দিকে কুণাল ঘোষ জানিয়েছিলেন, খোয়াই থানা ঘেরাও করেছে BJP কর্মীরা। প্রায় ৩০০ জন কর্মী সমর্থককে এ দিন থানার বাইরে জয় শ্রী রাম স্লোগান এবং গো ব্যাক স্লোগান দিতে দেখা যায়। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী ও RAF মোতায়েন করা হয়েছিল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*