ভোটের মুখে রামমন্দির নির্মাণ নিয়ে বিশ্ব হিন্দু পরিষদ-আরএসএস এবং শিবসেনার তাল ঠোকাঠুকিতে অযোধ্যায় এখন টানটান উত্তেজনা। গোটা শহরকে রীতিমতো দুর্গে পরিণত করা হয়েছে। ইতিমধ্যেই দুই সংগঠনের প্রচুর সমর্থক সেখানে পৌঁছে গিয়েছেন। শনিবার সকালেই শিবসেনার ২৫ হাজার কর্মী-সমর্থক পৌঁছেছেন অযোধ্যা স্টেশনে।
আরএসএস জানিয়েছে, তারা রবিবার সেখানে হুঙ্কার সমাবেশ করবে। অন্যদিকে, শিবসেনা প্রধান উদ্ধব ঠ্যাকারে শনিবারই পোঁছে গিয়েছেন অযোধ্যায়। তাঁরও নানা কর্মসূচি রয়েছে। শিবসেনার দাবি, বিজেপি রামমন্দির নিয়ে অর্ডিন্যান্স আনুক। পুলিশের ধারণা, কম করেও ২ লাখ লোকের সমাগম হবে রবিবার। অযোধ্যায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব সুপ্রিম কোর্টকে পরিস্থিতির ওপর নজর রাখার অনুরোধ করেছেন। দরকারে সেখানে সেনা মোতায়েন করার আর্জিও জানিয়েছেন তিনি।
Be the first to comment