অযোধ্যায় রামমন্দিরকে কেন্দ্র করে বিতর্কিত জমি মামলায় মধ্যস্থতাতে সায় দিলো সুপ্রিম কোর্ট ৷ আলোচনার জন্য তিনজনের প্যানেল গঠন করা হয়েছে। প্যানেল গঠনের পর প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বেঞ্চ শুক্রবার নির্দেশ দেয় ৮ সপ্তাহের মধ্যে মধ্যস্থতাকারীদের আলোচনা শেষ করতে হবে। প্যানেলের দায়িত্বে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এস সি খলিফুল্লাহ ৷ প্যানেলে রয়েছেন শ্রীশ্রী রবিশঙ্কর, শ্রীরাম পঞ্চু ৷
সুপ্রিম কোর্ট জানিয়েছে, অন-ক্যামেরা আলোচনা প্রক্রিয়া চলবে ফৈজাবাদে। আলোচনা শুরু করতে হবে চার সপ্তাহের মধ্যে এবং আট সপ্তাহের মধ্যে তা শেষ করতে হবে। প্রয়োজনে আইনি সহায়তা চাইতে পারে তিন সদস্যের ওই দল। কোনও সংবাদমাধ্যম ওই আলোচনার খবর প্রকাশ করতে পারবে না। পুরো আলোচনা প্রক্রিয়া গোপন থাকবে।
Be the first to comment