মাসানুর রহমান,
লোকসভা নির্বাচন ২০১৯শে জোর লড়াই দিয়েছে বাংলা। এক ধাক্কায় ২ থেকে ১৮ হয়েছে বিজেপির আসন সংখ্যা। তবুও মোদীর মন্ত্রীসভায় পূর্ণমন্ত্রী পেল না বাংলা। গতবারের মতো এবারেও প্রতিমন্ত্রী হিসেবেই শপথ নিলেন বাবুল সুপ্রিয় সাথে নতুন মুখ দেবশ্রী চৌধুরী।
এবারের লোকসভা ভোটে বিজেপির টার্গেটই ছিল বাংলা। ভোটর র্নির্বাচনী প্রচারে সকল হেভিওয়েট বিজেপি নেতাই প্রায় এসেছে বাংলায়। নরেন্দ্র মোদী অমিত শাহ সহ অনেকেই এসেছেন বাংলায়। তাতে অনেকে মনে করেছিলেন, পশ্চিমবঙ্গ থেকে অন্তত একজন পূর্ণ মন্ত্রী হবেন। কিন্তু দেখা গেল, বাংলা থেকে মাত্র দু’জনকে আপাতত মন্ত্রীসভায় ঠাঁই দিলেন প্রধানমন্ত্রী। তবে দুজনই প্রতিমন্ত্রী, বাবুল সুপ্রিয় ও দেবশ্রী চৌধুরী দুজনই আপতত প্রতিমন্ত্রীর তালিকায়।
Be the first to comment