মোদীর মন্ত্রিসভা থেকে ইস্তফার পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট বাবুল সুপ্রিয়র

Spread the love

মোদী সরকারের ক্যাবিনেটে বড়সড় রদবদলের আগেই একের পর এক কেন্দ্রীয় মন্ত্রীদের ইস্তফা। বাংলা থেকে ইস্তফা বাবুল সুপ্রিয়র। মোদীর দ্বিতীয় মন্ত্রিসভায় কেন্দ্রীয় পরিবেশ প্রতিমন্ত্রীর পদে ছিলেন বাবুল। আসানসোলের সাংসদ প্রথম মোদীর মন্ত্রিসভাতেও ছিলেন বাবুল।

ফেসবুকে পোস্ট করে তিনি লেখেন, ‘হ্যাঁ, যেখানে ধোঁয়া দেখা যাচ্ছে, সেখানে কিছু আগুন তো থাকবেই। যাঁরা আমাকে ভালোবাসে, সেই বন্ধু, মিডিয়ার ফোন আমি ধরতে পারছি না। হ্যাঁ, আমি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছি। আমাকে পদত্যাগ করতে বলা হয়েছে।’

এরপরই অবশ্য বাবুলের সংযোজন, ‘প্রধানমন্ত্রীকে ধন্যবাদ আমাকে দেশের মানুষের সেবা করার সুযোগ দেওয়ার জন্য। আমি খুবই খুশি যে কোনওরকম দুর্নীতির অভিযোগ ছাড়াই আমি কাজ করেছি। আমার সংসদীয় এলাকা আসানসোলের মানুষকেও ধন্যবাদ আমার উপর ভরসা রাখার জন্য।’

ফেসবুকে বাবুল আরও লেখেন, ‘আমার সহকর্মীদের শুভেচ্ছা যারা এবার দায়িত্ব পেতে চলেছেন। আমার নিজের জন্য খুব খারাপ লাগছে, আবার ওদের জন্য খুব ভালোও লাগছে।’

https://www.facebook.com/BabulSupriyoOfficial/posts/4273631919346250

কিন্তু এই ফেসবুক পোস্টেই যেভাবে বাবুল নিজের হতাশা ও ‘ক্ষোভ’ ব্যক্ত করেছেন, তা বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। জানা যাচ্ছে, নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় বাংলা থেকে জায়গা পাচ্ছেন চার নতুন মুখ৷ সূত্রের খবর, কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছেন নীশীথ প্রামাণিক, সুভাষ সরকার, শান্তনু ঠাকুর এবং জন বার্লা ৷

এছাড়াও বাংলা থেকে আগেই ইস্তফা দিয়েছেন রায়গঞ্জের বিজেপি সাংসদ তথা নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী দেবশ্রী। সন্ধ্যা ৬টায় নতুন মন্ত্রিসভার রদবদল ঘোষণা হতে চলেছে বলে সূত্রের খবর। ইতিমধ্যেই মোট ১১ জন কেন্দ্রীয় মন্ত্রী ইস্তফা দিয়েছেন। সূত্রের খবর, ৪৩ জন নতুন মুখ জায়গা পাবেন নয়া মন্ত্রিসভায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*