মাথা গরম করা তাঁর পুরনো অভ্যেস। কিন্তু এ বার যেন মাত্রা ছাড়ালেন আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। প্রতিবন্ধী মানুষদের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ অনুষ্ঠানে গিয়ে এক ব্যক্তিকে প্রতিবন্ধী করে দেওয়ার হুমকি শোনা গেল গায়ক সাংসদের গলায়।
সামাজিক অধিকার শিবিরে অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন বাবুল। অনুষ্ঠানও চলছিল নিজের ছন্দে। কিন্তু বাবুল যখন বক্তৃতা করতে ওঠেন তখনই ঘটে বিপত্তি।
মঞ্চে বাবুল। আর দর্শকাসনের জায়গায় এক ব্যক্তি পায়চারি করছেন। প্রথমে সাংসদ বলেন, “আপনি ঘুরছেন কেন? দয়া করে এক জায়গায় বসুন।” জানা গিয়েছে, এরপরও ওই ব্যক্তি পায়চারি থামাননি। তখনই রুদ্রমূর্তি ধারণ করেন হৃত্বিক রোশনের ডেবিউ সিনেমার টাইটেল ট্র্যাকের গায়ক। বলেন, “কী হয়েছে আপনার? কোনও সমস্যা? আপনার পা ভেঙে হাতে ক্রাচ ধরিয়ে দেব।” এরপর কেন্দ্রীয়মন্ত্রী তাঁর নিরাপত্তারক্ষীকে উদ্দেশ করে বলেন, “আবার যদি ঘোরাঘুরি করে পা ভেঙে হাতে ক্রাচ ধরিয়ে দেবেন।”
এই প্রথম নয়। রামনবমীর সময় আসানসোলের সাম্প্রদায়িক উত্তেজনা নিয়েও বিতর্কিত মন্তব্য করেছিলেন কেন্দ্রীয় ভারি শিল্প দফতরের প্রতিমন্ত্রী। শুধু তো অন্য লোক নয়। নিজের দলের সভাপতির সঙ্গেও তাঁর বচসা বেধেছে। মেদিনীপুর কলেজিয়েট মাঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার দিন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে বিতন্ডায় জড়িয়েছিলেন। ক্যামেরা, সাংবাদিক পরোয়া না করেই বেশ খানিকক্ষণ ঝগড়া চলে বাবুল-দিলীপের। ফের বিতর্ক তৈরি হলো তাঁর বক্তব্যে।
Be the first to comment