আসানসোলের সাংসদ পদ থেকে মঙ্গলবারই ইস্তফা দিয়েছেন বাবুল সুপ্রিয়। বৃহস্পতিবার সন্ধ্যায় ফেসবুক পোস্টে নিজের পুরনো দল বিজেপি-র প্রতি ক্ষোভ উগরে দিলেন তিনি। সেখানে নরেন্দ্র মোদী, অমিত শাহের নেতৃত্বধীন বিজেপি-কে ‘কাঁকড়ায় ভরা দল’ বলেছেন।
পাশাপাশি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দুর অধিকারীকেও খোঁচা দিতে ছাড়েননি বাবুল। সাংসদ পদ ছাড়লেও মুখ্যমন্ত্রীর ‘অনুপ্রেরণায়’ বাংলার মানুষের জন্য সব সময় ‘এক্সট্রা’ কিছু করার চেষ্টা করবেন বলেও জানিয়েছেন বাবুল।
ফেসবুক পোস্টে বাবুল মনে করিয়ে দিয়েছেন জীবনের শুরুতে নেওয়া তাঁর কঠিন সিদ্ধান্তের কথা। ১৯৯২ সালে স্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্কের নিরাপদ চাকরি ছেড়ে বম্বেতে যান তিনি। সে দিনের মতো আজও তিনি ভয় পান না বলে জানিয়েছেন ওই পোস্টে। কেউ অন্যায় জরিমানা করলে তার বিরুদ্ধে লড়াই করার বার্তা দিয়েছেন।
Be the first to comment