পা ভেঙে হাতে ক্রাচ ধরিয়ে দেব।” এমন হুমকিই দিতে শোনা গিয়েছিল আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়কে। আর এর জেরেই দক্ষিণ আসানসোল থানায় এবার কেন্দ্রীয় ভারি শিল্প দফতরের প্রতিমন্ত্রীর বিরুদ্ধে দায়ের হলো অভিযোগ।
মাথা গরম করা বাবুল সুপ্রিয়র বহু পুরনো অভ্যেস। এর আগে রামনবমীর সময় আসানসোলের সাম্প্রদায়িক উত্তেজনা নিয়েও বিতর্কিত মন্তব্য করেছিলেন তিনি। এমনকী ক্যামেরা, সাংবাদিক এসব পরোয়া না করেই মেদিনীপুর কলিজিয়েট মাঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার দিন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে বিতন্ডায় জড়িয়েছিলেন বাবুল সুপ্রিয়। তবে এ বার যেন ব্যাপারটা একটু বেশিই হয়ে গিয়েছে। প্রতিবন্ধী মানুষদের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ অনুষ্ঠানে গিয়ে এক ব্যক্তিকে প্রতিবন্ধী করে দেওয়ার হুমকিই দিয়ে বসলেন তিনি।
ওই অনুষ্ঠানে অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন বাবুল। সব ঠিকঠাকই ছিল। কিন্তু গায়ক সাংসদ মঞ্চে বক্তৃতা করতে ওঠা পরেই শুরু হয় বিপত্তি। বাবুলের বক্তৃতা চলাকালীনই মঞ্চের সামনে পায়চারি করছিলেন এক ব্যক্তি। তাঁকে দেখে প্রথমে সাংসদ বলেন, “আপনি ঘুরছেন কেন? দয়া করে এক জায়গায় বসুন।” জানা গিয়েছে, এরপরও ওই ব্যক্তি পায়চারি থামাননি। আর তাতেই বেজায় চটে যান মন্ত্রী। সটান বলে বসেন, “কী হয়েছে আপনার? কোনও সমস্যা? আপনার পা ভেঙে হাতে ক্রাচ ধরিয়ে দেব।” এরপর কেন্দ্রীয়মন্ত্রী তাঁর নিরাপত্তারক্ষীকে উদ্দশ্য করে বলেন, “আবার যদি ঘোরাঘুরি করে পা ভেঙে হাতে ক্রাচ ধরিয়ে দেবেন।”
যদিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে বাবুল বলেন, “পুরোটাই প্লে অ্যাক্টিং চলছিল, মজা করে কথা বলছিলাম। অনুষ্ঠানটায় কিছুটা বিশৃঙ্খলা ছিল। আমি মজার ছলে পরিস্থিতি আয়ত্তে আনার চেষ্টা করছিলাম| ওখানে যাঁরা ছিলেন, তাঁরা সবাই জানেন। সবাই মিলে হাততালি দিচ্ছিলেন, মজা করছিলেন। সেই কথোপকথন থেকে একটা অংশ কেটে নিয়ে দেখানো হচ্ছে। এতে আমার কিচ্ছু বলার নেই। মিডিয়া মিডিয়ার কাজ করছে, আমি আমার কাজ করছি।”
Be the first to comment