অবশেষে মিলল জামিন, তবে কার্যত গৃহবন্দী থাকতে হবে ৪ জনকেই; নতুন জটিলতা নারদাকান্ডে

Spread the love

নারদাকাণ্ডে ৪ হেভিওয়েটের জামিন মামলায় নতুন জটিলতা ধরা পড়ল। এদিন জামিন মঞ্জুর সংক্রান্ত নির্দেশ নিয়ে দুই বিচারপতির মতভেদ ধরা পড়ে। জামিন মঞ্জুর করার পক্ষে ছিলেন বিচারপতি অরিজিত্‍ বন্দ্যোপাধ্যায়। জামিন মঞ্জুরের বিরোধিতা করেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল। 

দুই বিচারপতি এরপর জানান, অন্তর্বর্তী মামলা নতুন বৃহত্তর বেঞ্চে পাঠানো হবে। ততদিন জেল হেফাজত থেকে মুক্তি পেলেও ৪ জনকেই থাকতে হবে গৃহবন্দি অবস্থায়। নতুন বেঞ্চ গঠন না হওয়া পর্যন্ত থাকতে হবে গৃহবন্দি অবস্থায়। চিকিৎসা সংক্রান্ত সব সুবিধা তাঁরা পাবেন। পরিবর্তে, মামলায় তাঁদের সিবিআইকে সবরকম সহযোগিতা করতে হবে। 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*