টোকিও অলিম্পিক্সের কুস্তিতে ভারতের অন্যতম পদক সম্ভাবনা ছিলেন বজরং পুনিয়া। সেই সম্ভাবনাকে তিনি বাস্তবে রূপ দিলেন শেষমেশ। ছেলেদের ফ্রি-স্টাইল কুস্তির ৬৫ কেজি বিভাগের সেমিফাইনালে হেরে যাওয়ায় সোনা ও রুপোর দৌড় থেকে ছিটকে গিয়েছিলেন আগেই। তবে ব্রোঞ্জ জিতে দেশবাসীর প্রত্যাশা পূরণ করলেন বজরং।
ব্রোঞ্জ মেডেল বাউটে বজরং ৮-০ ব্যাবধানে পরাজিত করেন বিশ্বচ্যাম্পিয়নশিপে রুপো জয়ী কাজাখাস্তানের কুস্তিগীর দৌলত নিয়াজবেকভকে। কাজাখ কুস্তিগীর বজরংয়ের কাছে নেহাৎ অপিরিচিত প্রতিপক্ষ নন। কেননা, মাস দু’য়েক আগেই তাঁকে পরাজিত করেছেন পুনিয়া। তবে ২০১৯ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে দৌলতের বিরুদ্ধে সেমিফাইনালে হারতে হয়েছিল বজরংকে। অবশেষে অলিম্পিক্সের আসরে সেই হারের মধুর প্রতিশোধ নিলেন পুনিয়া।
ব্রোঞ্জ মেডেল বাউটের ফার্স্ট পিরিয়ডে ২-০ পয়েন্টে এগিয়ে থাকেন বজরং। তিনি দু’বার এক পয়েন্ট করে সংগ্রহ করেন। সেকেন্ড পিরিডয়েও খাতা খুলতে পারেননি কাজাখ কুস্তিগীর। বজরং সেখানে সেকেন্ড পিরিয়ড থেকে তুলে নেন আরও ৬ পয়েন্ট (২+২+২)।
ব্রোঞ্জ পদক জয়ের পরই শুভেচ্ছা এল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। টুইটারে অভিনন্দন জানিয়ে মোদী জানালেন, বজরং পুনিয়ার সাফল্যে প্রত্যেক ভারতীয় গর্ববোধ করছেন। মোদী টুইটারে লেখেন, ‘টোকিও অলিম্পিক্স থেকে দুরন্ত খবর আসছে। দুর্দান্ত লড়াই করেছেন বজরং পুনিয়া। সাফল্যের জন্য আপনাকে অভিনন্দন। যা প্রত্যেক ভারতীয় গর্বিত এবং আনন্দিত করে তুলেছে।’
বজরং পুনিয়ার এই অসাধারন জয়ে শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
Be the first to comment