ব্যালট নিয়ে গাইডলাইন প্রকাশ কমিশনের, আজ থেকেই চালু কন্ট্রোল রুম

Spread the love

পঞ্চায়েত নির্বাচনে যাতে কোন রকমের জটিলতা সৃষ্টি না হয় সেই দিকে নজর দিয়ে এবার ২৪ ঘন্টার কন্ট্রোল রুম চালু করল রাজ্য নির্বাচন কমিশন। আজ শনিবার থেকেই ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত ২৪ ঘণ্টা এই কন্ট্রোল রুম চালু থাকবে। পাশাপাশি ব্যালট ছাপার কাজ নিয়ে রিপোর্ট তলব কমিশনের।

রাজ্য নির্বাচন কমিশনের তরফে বলা হয়েছে অবাধ এবং শান্তিপূর্ণ পঞ্চায়েত ভোটের লক্ষ্যে এই কন্ট্রোল রুমের নথিভুক্ত হওয়া সব অভিযোগের ভিত্তিতে যথাযথ পদক্ষেপ করা হবে। কন্ট্রোলরুমে রেজিস্টার রাখতে হবে। ভোটের দিন কন্ট্রোল রুমের নম্বর প্রতিটি ভোটগ্রহণ কেন্দ্রে জানিয়ে রাখতে হবে। প্রতিটি রাজনৈতিক দলের কাছে কন্ট্রোল রুমের নম্বর দিয়ে রাখা বাধ্যতামূলক। রোস্টার অনুযায়ী এই কন্ট্রোল রুমের জন্য লোক নিয়োগ করতে হবে।

এছাড়া ব্যালট পেপার সংক্রান্ত গাইডলাইন প্রকাশ করেছে রাজ্য নির্বাচন কমিশন। কমিশন জানিয়েছে অতিরিক্ত ব্যালট আলাদা করে সিল্ড ট্রাঙ্ক- এ রাখতে হবে।কীভাবে ব্যালট ছাপা হবে তা নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন জেলার ইলেকশন অফিসারদের চিঠি দেওয়া হয়েছে । ব্যালট ছাপার পরেই কনফার্মেশন রিপোর্ট তলব করেছে কমিশন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*