বাড়ির মালিক বেশিরভাগ সময়েই থাকতেন বিদেশে। আর সেই সুযোগে কার্যত বাড়ি ফাঁকা করে দিতে বসেছিল পরিচারিকা। এমন ঘটনাই ঘটেছে বালিগঞ্জে।
বালিগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, বালিগঞ্জ সার্কুলার রোডের বাসিন্দা অসিত দত্ত ১৮ সেপ্টেম্বর বাড়ির পরিচারিকা সুলতা মণ্ডলের নামে থানায় অভিযোগ জানিয়েছিলেন। ২০১৬ সাল থেকে তাঁদের বাড়িতে পরিচারিকার কাজ করেন সুলতা। অভিযোগে বলা হয়েছিল, চলতি বছরের জুলাই মাস থেকে প্রচুর সোনার গয়না ওই বাড়ি থেকে সরিয়েছেন সুলতা। নিয়েছেন নগদ ১০ হাজার টাকা। এ ছাড়াও অভিযোগ ছিল বেশ কিছু দুষ্প্রাপ্য অ্যান্টিক জিনিস, বিভিন্ন কয়েনও চুরি করেছেন ওই পরিচারিকা। অসিতবাবু জানিয়েছেন, বছরের বেশিরভাগ সময়েই বিদেশে থাকেন তিনি এবং তাঁর পরিবার। আর সেই সুযোগেই বাড়ির সব জিনিস হাতসাফাই করেছেন সুলতা। বালিগঞ্জ থানায় এমনটাই অভিযোগ জানিয়েছিলেন তিনি।
পুলিশ জানিয়েছে, এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত পরিচারিকাকে। উদ্ধার করা হয়েছে বেশ কিছু গয়না এবং অ্যান্টিক জিনিস। ২৬ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতেই থাকবেন অভিযুক্ত পরিচালিকা। পুলিশ জানিয়েছে, তদন্ত এগোলে চুরি যাওয়া আরও জিনিসপত্র উদ্ধারের সম্ভাবনা রয়েছে।
Be the first to comment