বালুরঘাটে খ্রিস্টমাস উৎসব..

Spread the love

জয়দীপ মৈত্র,দক্ষিণ দিনাজপুর, ১৭.১২.২৪:- দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর তথা বালুরঘাট খিদিরপুরের গুড শেফার্ড ইংলিশ মিডিয়াম স্কুলের পরিচালনায় ও ব্যবস্থাপনায় মঙ্গলবার দুপুরে বালুরঘাট শহর সহ শহরের পার্শ্ববর্তী এলাকায় প্রভু যীশু যে বিশ্বের প্রতিটি মানুষকে ভালোবাসা, প্রেম ও মুক্তির যে আনন্দ দিয়েছিলেন সেই আদর্শকে সামনে রেখে স্কুলের ছাত্র-ছাত্রীরা গান, নাচ ও পথনাটকের মাধ্যমে তুলে ধরে পথ চলতি সাধারণ মানুষকে প্রাক বড়দিনের শুভেচ্ছা জানালেন গুড শেফার্ড ইংলিশ মিডিয়াম স্কুলের ম্যানেজার তথা কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার দেবাশীষ মান্না।

পাশাপাশি এই দিন ওই স্কুলের সমস্ত ছাত্র ছাত্রী ও কলাকুশীলবদের উপস্থিতি ছিল যথেষ্ট লক্ষণীয়। ইংলিশ মিডিয়াম স্কুলের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বালুরঘাট শহরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*