২ বছর পর গড়ালো ভারত-বাংলাদেশ মৈত্রী-বন্ধন এক্সপ্রেসের চাকা

Spread the love

দীর্ঘ সময়ের ব্যবধানে ফের গড়াল ভারত বাংলাদেশ ট্রেনের চাকা।  ২ বছর ধরে বন্ধ ছিল কলকাতা-ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস এবং কলকাতা-খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস। পুনরায় ভারত ও বাংলাদেশ উভয় দেশের যাত্রীদের সুবিধার্থে  রবিবার থেকে চালু করা হল এই দুটি ট্রেন।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক  একলব্য চক্রবর্তী  জানিয়েছেন, করোনা অতিমারির জন্য দীর্ঘদিন ধরে বন্ধ ছিল এই ২ টি ট্রেন। সমস্যায় পড়ছিলেন যাত্রীরা। কিন্তু এখন কিছুটা নিয়ন্ত্রণে করোনা সংক্রমণ। তাই পুনরায় ভারত-বাংলাদেশ ট্রেন গুলি চালু করা হল। মূলত দুই দেশের যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব তাড়াতাড়ি ভারত এবং বাংলাদেশের তৃতীয় ট্রেন মিতালি এক্সপ্রেসও চালু করা হবে। সব রকম ব্যাবস্থা নেওয়া প্রায় শেষের পথে। আগামী ১ জুন থেকে নিউ জলপাইগুড়ি থেকে ঢাকা পর্যন্ত চলবে এই ট্রেনটি। ইতিমধ্যেই মিতালি এক্সপ্রেসের প্রায় সব টিকিটই বিক্রি হয়ে গিয়েছে।

করোনার কারণে গত ১৮ মার্চ ২০২০ তে ভারত-বাংলাদেশের মধ্যে চলাচলকারী বন্ধন ও মৈত্রী ট্রেন বন্ধ করে দেওয়া হয়। আজ কলকাতা স্টেশন থেকে ফের চালু হল দুই দেশের মধ্যে যাতাযাতকারী ট্রেন দুটি।এখন থেকে ভারত-বাংলাদেশের মধ্যে পাঁচদিন মৈত্রী ও দুদিন বন্ধন এক্সপ্রেস চলবে। বন্ধন ট্রেনে দুটি ক্লাস আছে। একটি হচ্ছে চেয়ার কার,যার ভাড়া ৮০০ টাকা। আর একটি এক্সিট প্লাস, ভাড়া ১২০০ টাকার কাছাকাছি। করোনর পর আজ প্রথম দিন বলে ট্রেনগুলিতে যাত্রীর সংখ্যা অনেকটাই কম ছিল। মাত্র ১৯ জন  যাত্রী নিয়ে কলকাতা স্টেশন থেকে বন্ধন এক্সপ্রেস রওনা দেয় বাংলাদেশের খুলনা পর্যন্ত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*