রোজদিন ডেস্ক :- কলকাতায় ইনফোসিসের নয়া ক্যাম্পাসের উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পপতিদের রাজ্যে বিনিয়োগে আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন, ‘বাংলা এখন শিল্পের জন্য আদর্শ জায়গা। একাধিক সংস্থা বাংলায় শিল্প গড়ে তুলেছে। আগামী দিনেও করবে। এর মধ্যে তথ্যপ্রযুক্তি সংস্থা রয়েছে।
এছাড়াও, রাজ্যে ২২টি আইটি পার্ক গড়ে তোলা হচ্ছে।’
নিউটাউনের হাতিশালা এলাকায় ইনফোসিসের দ্বিতীয় ক্যাম্পাসের উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই মমতা বলেন, ‘বাংলায় দক্ষ এবং অভিজ্ঞ কর্মীরা রয়েছেন। প্রতিভার নিরিখে বাঙালিরা ভারতের অন্যান্য রাজ্যের চেয়ে এগিয়ে রয়েছেন।’ পশ্চিমবঙ্গ দেশের অন্যতম ‘আইটি হাব’ হয়ে উঠতে পেরেছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। এর পরেই মমতা বলেন, ‘আপনারা বঙ্গে আরও বিনিয়োগ করুন। সরকার সব রকম সহযোগিতা করবে।’ প্রায় ১৭ একর জমিতে ইনফোসিসের এই ক্যাম্পাস গড়ে উঠেছে।
নিউ টাউনের হাতিশালায় নতুন ক্যাম্পাসের জন্য ইনফোসিসকে ৫০ একর জমি দিয়েছে রাজ্য সরকার। ওই জমির মধ্যে ১৭ একর জুড়ে ক্যাম্পাস তৈরি করেছে নারায়ণমূর্তির সংস্থা। ধীরে ধীরে বাকি অংশেও কাজ শুরু হবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে। সংস্থা সূত্রে খবর, এই ক্যাম্পাসে প্রায় হাজার চারেক মানুষের কর্মসংস্থান হবে। স্বাভাবিক ভাবেই এই বিনিয়োগকে তুলে ধরে তার বিরুদ্ধে ‘শিল্প বিরোধী’ তকমা ঝেড়ে ফেলতে চাইছেন মমতা।
এদিন মুখ্যমন্ত্রী জানান, ‘১৩ বছরে বাংলায় কোনও কর্মদিবস নষ্ট হয়নি। আমেরিকার ধাঁচে এখানে সিলিকন ভ্যালিতে ২৭ হাজার কোটি বিনিয়োগ করা হয়েছে। বাংলার দ্বিতীয় বৃহত্তম কয়লাখনি দেউচা পাচামিতে বিদ্যুতের কোনও সমস্যা হবে না। তা থেকে অদূর ভবিষ্যতে ৭৫ হাজার কর্মসংস্থান হবে।’
আগামী ফেব্রুয়ারিতে বসছে অষ্টম বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। ওই সম্মেলনে যোগ দেওয়ার জন্য দেশের শিল্প সংস্থার কর্ণধার ও প্রতিনিধিদেরও অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘যখন আমরা ক্ষমতায় আসি তখন কিছু ছিল না। এখন একাধিক বিশ্বমানের আইটি সংস্থা এখানে রয়েছে। আমার অনেকদিনের ইচ্ছে ছিল ইনফোসিস এখানে আসুক। প্রতিভার দিক থেকে আমরা ভারতে ১ নম্বর।’ কলকাতায় সেমি কন্ডাকটার কারখানা গড়ার যে প্রস্তাব এসেছে তাও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। ইনফোসিসের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তথ্য-প্রযুক্তি সংস্থাকে ব্যবসা করার জন্য যাতে কোনও সমস্যার মুখে পড়তে না হয় তার জন্য এ দিন মঞ্চ থেকেই তৃণমূল বিধায়ক শওকত মোল্লার উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, ‘এদের সবসময় সবরকম ভাবে সাহায্য করতে হবে, এটা যেন দেখা হয়।’
Be the first to comment