দু মাসের বাচ্চার জন্য স্বামীকে দুধ আনতে বলেছিলেন। কিন্তু স্বামী খালি হাতে ফিরে আসায় রাগে বাচ্চাকেই মেরে ফেলল মা। এমনটাই ঘটেছে বাংলাদেশের ঢাকার কাছে দোহার উপজেলাতে।
২১ বছরের সাথীর সঙ্গে বছর তিনেক আগে বিয়ে হয় দোহার উপজেলার উত্তর জয়াপাড়া মিঞাপাড়া এলাকার বাসিন্দা পেশায় দিনমজুর মহম্মদ বাচ্চুর। তাঁদের একটি বছর দুয়েকের বাচ্চা মেয়ে আছে। দু মাস আগে তাঁদের একটি ছেলে হয়। ছেলে মূলত বুকের দুধই খেত। কিন্তু রবিবার বুকের দুধ শেষ হয়ে যাওয়ায় সাথী বাচ্চুকে বলেন ছেলের জন্য দুধ কিনে আনতে। কিন্তু টাকার অভাবে খালি হাতে ফিরে আসেন বাচ্চু।
সাথীও চেষ্টা করেন পড়শিদের কাছ থেকে কোনও ভাবে টাকার জোগাড় করার। কিন্তু সেটা না করতে পেরে রাগে বাচ্চার মুখে লবণ দিয়ে দেন। এর কিছুক্ষণ পরেই শ্বাস নিতে না পেরে দু মাসের শিশুর অবস্থা খারাপ হয়ে পড়ে। সেই সময় টনক নড়ে সাথীর। রাগের মাথায় নিজের কৃতকর্ম বুঝতে পেরে সঙ্গে সঙ্গে বাচ্চাকে নিয়ে দোহার উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ছুটে যান সাথী। কিন্তু ততক্ষণে বাচ্চার মৃত্যু হয়েছে।
স্বাস্থ্যকেন্দ্রের তরফে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশের জেরার মুখে নিজের দোষ স্বীকার করে নেন সাথী। পরে সোমবার সাথীর নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বাচ্চু।
Be the first to comment