সান্তার বেশে হাসপাতালে ঢুকলেন বারাক ওবামা

Spread the love

পিঠে তার লাল ঝোলা, মাথায় তার টুপি। মুখে হাসি, সঙ্গে মেরি খ্রিস্টমাসের অভিনন্দন। সামনে ঝলকাচ্ছে ক্যামেরার ফ্ল্যাশ। এভাবেই হাসপাতালে ঢুকলেন বারাক ওবামা। খ্রিস্টমাসের ঠিক আগে, সান্তা ক্লজ়ের বেশে খুশি করে গেলেন ওয়াশিংটনের চিলড্রেনস ন্যাশনাল হাসপাতালের কচিকাঁচাদের। ঝুলি থেকে এক একটা উপহার বার করে তিনি চমকে দিলেন খুদেদের।

সেই সঙ্গে কখনও মজার কথাবার্তা, কখনও আবার একটু নাচ, কখনও বা শিশুদের সঙ্গে কোলাকুলি করে তাঁদের অসুখে একটু সহমর্মিতার প্রলেপ দিলেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট। কথা বললেন শিশুদের বাবা-মায়েদের সঙ্গেও। আরও এক বার সামনে এল ওবামার মানবিক মুখ।

বাচ্চাদের সঙ্গে দেখা করে এসেই টুইটারে ওবামা লেখেন, ‘‘সুন্দর বাচ্চা আর তাদের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলার সুযোগ হল আজকে। আমারও বাড়িতেও দুই মেয়ে আছে। তাই ডাক্তার আর নার্সরা যখন শিশুদের দেখভাল করেন, সেই পরিস্থিতিটা আমি খুব ভালই বুঝতে পারি।’’

চমক তিনি বরাবরই দেন। প্রেসিডেন্ট থাকার সময়েও দিতেন। এখনও তার অন্যথা হচ্ছে না। গত বছর এই সান্তার বেশেই বড়দিনে পৌঁছে গিয়েছিলেন একটি বাচ্চাদের স্কুলে। আর এই বছরে তিনি হাজির শিশুদের হাসপাতালে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*