জনপ্রিয় বিরিয়ানির দোকানের সামনে চলল গুলি। ভরদুপুরে একেবারে মোটরবাইকে চড়ে এসে বিরিয়ানির দোকান লক্ষ্য করে গুলি চালাল দুষ্কৃতীরা। সোমবার দুপুরে ব্যারাকপুরে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দোকানের ২ কর্মী গুলিবিদ্ধও হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় ওই দুই কর্মীকে ব্যারাকপুরের বিএন বোস মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে এসেছে মোহনপুর থানার বিশাল পুলিশ বাহিনী।
যদিও গুলি চালানোর পরই দুষ্কৃতীরা চম্পট দিয়েছে। তবে সিসি ফুটেজ দেখে তাদের খোঁজ শুরু হয়েছে বলে মোহনপুর থানার পুলিশ জানিয়েছে। এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী। তবে ভরদুপুরে এভাবে প্রকাশ্যে গুলি চালনার ঘটনায় প্রশাসনের ভূমিকা ও এলাকাবাসীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।
পুলিশ সূত্রে খবর, এদিন দুপুরে ব্যারাকপুর ওয়ারলেস সংলগ্ন এলাকায় একটি প্রসিদ্ধ বিরিয়ানির দোকানে ৩ দুষ্কৃতী মোটরবাইকে করে এসে ৫ রাউন্ড গুলি চালায়। দোকানের দুই কারিগর গুলিবিদ্ধ হন। বর্তমানে তাঁরা ব্যারাকপুরের বিএন বোস মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। দুষ্কৃতীদের নাম, পরিচয় এখনও জানা যায়নি। কেন তারা হামলা চালাল, কাকে লক্ষ্য করে গুলি ছুড়েছে, তাও স্পষ্ট নয়। দোকানের মালিক বাপি দাস-ই হামলাকারীদের লক্ষ্য ছিল বলে পুলিশের প্রাথমিক অনুমান। হামলার কারণ স্পষ্ট না হলেও ব্যবসায়িক কোনও বিবাদের জের এটা হতে পারে বলে মনে করছে পুলিশ। তবে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মোহনপুর থানার পুলিশ।
Be the first to comment