আন্তর্জাতিক মানের আধুনিক সংশোধনাগার উদ্বোধন হল বারুইপুরে

Spread the love

ঝাঁ চকচকে আন্তর্জাতিক মানের আধুনিক সংশোধনাগার উদ্বোধন হল বারুইপুরে। বুধবার বিকেলে নবান্ন থেকে কেন্দ্রীয় সংশোধনাগারের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই উপলক্ষ্যে বারুইপুরে উপস্থিত ছিলেন রাজ্যের কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ও কারা সচিব সঞ্জয় মুখোপাধ্যায়। এই কেন্দ্রীয় সংশোধনাগারটিতে আলিপুর থেকে আবাসিকদের স্থানান্তরিত করা হবে।

বারুইপুরের টং তলায় আঠেরো একর জমির উপর আধুনিক এই সংশোধনাগার তৈরি হয়েছে। ৮টি ভবনের প্রত্যেকটিতে আবাসিকদের জন্য ২৪টি করে সেল বানানো হয়েছে। মহিলাদের জন্য রয়েছে আলাদা সেল। ঘরগুলির সামনের দিকে থাকছে লোহার দরজা, যার ফলে বাইরে থেকে ঘরের ভিতরের সব দেখা যাবে। বন্দিদের জন্য তৈরি হচ্ছে মাঠ, আধুনিক জিম ও যোগাকেন্দ্র। থাকবে কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র ও সংস্কৃতিচর্চার জন্য অডিটোরিয়াম। থাকছে আধুনিক মানের রান্নাঘরও। প্রথম পর্যায়ে আলিপুর থেকে ৫০জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীকে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। এখন সেখানে সাড়ে আটশো জনের থাকার ব্যবস্থা করা হয়েছে।

পরবর্তীতে আরও সাড়ে তেরোশো জন আবাসিকের থাকার ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে। বাইরে আধিকারিক ও অন্যান্য পুলিসকর্মীদের থাকার জন্য আলাদা ঘর রয়েছে। নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। সংশোধনাগারটিকে ঘিরে রয়েছে ২৫ ফুট উঁচু পাঁচিল। তার আগে থাকছে একটি ১৫ ফুটের পাঁচিলও। রয়েছে ওয়াচ টাওয়ার, সি সি ক্যামরা ও লেজার লাইট।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*