রোজদিন ডেস্ক :- বাংলাদেশে দিনের পর দিন সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ বেড়েই চলেছে। যার জেরে তলানিতে ঠেকেছে ভারত-বাংলাদেশ সম্পর্ক। এই পরিস্থিতির মাঝেই সোমবার ঢাকায় যাচ্ছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। তাঁর সফরের আগেই রবিবার ঢাকায় ভারতীয় হাইকমিশন অভিযানের ডাক দিল বিএনপি।
বাংলাদেশ সংবাদমাধ্য সূত্রে খবর, বিএনপির তিন গণসংগঠন- জাতীয়তাবাদী যুবদল, জাতীয়তাবাদী ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে রবিবার ভারতীয় দূতাবাস পর্যন্ত এই পদযাত্রার ডাক দেওয়া হয়েছে। সংগঠন তিনটির তরফে জানানো হয়েছে, সম্প্রতি আগরতলায় বাংলাদেশের উপদূতাবাসে হামলা, জাতীয় পতাকার অবমাননা এবং সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চক্রান্তের প্রতিবাদে সংগঠনের নেতারা ভারতীয় দূতাবাসে গিয়ে স্মারকলিপি জমা দেবেন। এদিন সকাল ১০টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে পদযাত্রা শুরু হবে। এর আগে শুক্রবারই অন্য একটি সংগঠন ভারতীয় দূতাবাস অভিযান করে স্মারকলিপি দেয়। তাই এই কাজে পিছিয়ে থাকতে চাইছে না বিএনপিও।
প্রসঙ্গত, বাংলাদেশে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারি ও হিন্দু সংখ্যালঘুদের উপর অত্যাচারের কারণেই সম্প্রতি আগরতলায় বিক্ষোভ দেখান বহু মানুষ। সেই সময় আগরতলায় বাংলাদেশের উপদূতাবাসেও হামলা চালানো হয়। এই ঘটনার তীব্র নিন্দাও করেছে কেন্দ্রীয় সরকার। এই ঘটনায় ৭ জনকে আটক করার পাশাপাশি তিন পুলিশ আধিকারিককে সাসপেন্ডও করা হয়।
Be the first to comment