বেহালার দুর্ঘটনায় ছাত্রের মৃত্যু! ঘটনায় রিপোর্ট তলব নবান্ন-স্কুল শিক্ষা দফতরের

Spread the love

আজ, শুক্রবার সাতসকালে বেহালার ভয়াবহ পথ দুর্ঘটনার বলি হয়েছে বড়িশা হাইস্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র সৌরনীল সরকার। বাবার সঙ্গে রাস্তা পার হওয়ার সময় ওই পড়ুয়াকে পিষে দেয় পুরসভার একটি মাটি বোঝাই লরি। এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে অগ্নিগর্ভ পরিস্থিতি বেহালা চৌরাস্তা। উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস পর্যন্ত ছুঁড়তে হয় পুলিশকে। ঘাতক লরির চালককে গ্রেফতার করে পুলিশ। এবার এই ঘটনায় রিপোর্ট তলব করল নবান্ন। স্কুল শিক্ষা দফতরের তরফেও রিপোর্ট চাওয়া হয়েছে।

এদিন ভোর সাড়ে ৬ টা নাগাদ মর্মান্তিক এই দুর্ঘটনার পর স্কুল পড়ুয়ার মৃতদেহ আটকে রেখে তুমুল বিক্ষোভ চলে বেহালা চৌরাস্তা ডায়মন্ড হারবার রোডে। উত্তেজিত জনতা সরকারি বাসে ভাঙচুর চালায়, আগুন লাগিয়ে দেয় পুলিশের ভ্যানেও। গুরুতর জখম অবস্থায় বিদ্যাসাগর হাসপাতালে ভর্তি বাচ্চাটির বাবা। আপাতত পিজি ট্রমা কেয়ারে চিকিৎসাধীন তিনি। আজই হবে অস্ত্রোপচার।

এই ঘটনায় বেহালা চৌরাস্তায় ট্র্যাফিক পুলিশের দিকে অভিযোগের আঙুল উঠেছে। বড়িশা হাইস্কুলের প্রধান শিক্ষকের অভিযোগ, স্কুলের সামনে পথ নিরাপত্তা একেবারেই পর্যাপ্ত নয়। বারবার বলেও পুলিশের হেলদোল নেই। কান্নায় ভেঙে পড়েন প্রধান শিক্ষক।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*