রোজদিন ডেস্ক :- মহানগরীতে চলছে অবৈধ কল সেন্টারের আড়ালে প্রতারণা। গোপন সংবাদের ভিত্তিতে কলকাতা পুলিশ কলকাতার বালিগঞ্জ এলাকার মুলেন রোডে অভিযান চালায়। সোমবার মধ্যরাতে এই অভিযান চালানো হয়। গ্রেফতার করা হয়েছে ১৯ জনকে। বাজেয়াপ্ত করা হয়েছে একাধিক ফোন, ল্যাপটপ ও সিমকার্ড। অভিযুক্তদের বিরুদ্ধে একটি বেসরকারি অ্যান্টিভাইরাস কোম্পানির আধিকারিকের পরিচয় দিয়ে প্রতারণা করার অভিযোগ রয়েছে।
অভিযান চালিয়ে এই অবৈধ কেন্দ্রটি সিল করে দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তরা নিজেদের নর্টন অ্যান্টিভাইরাস ও অন্যান্য কোম্পানির কর্মী বলে পরিচয় দিত। বিদেশিদের কম্পিউটার ও ল্যাপটপে সফটওয়্যার ইন্সটল বা আপডেট করার অজুহাতে অভিযুক্তরা আমেরিকায় ফোন করে কলকাতায় অফিসে বসে ল্যাপটপের নিয়ন্ত্রণ নিতেন। সেই সঙ্গে গিফট কার্ডের নামে টাকা নেওয়া হত। এভাবেই প্রতারণা চলত।
গ্রেফতারকৃত ১৯ জনকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত শুরু করেছে পুলিশ। কারা এই প্রতারণার পেছনে রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
Be the first to comment