আজ গুরু পূর্ণিমা। প্রতিবছরের মত এবারেও দীক্ষাগুরু মহারাজদের প্রণাম করার জন্য ভক্তদের ঢল নেমেছে বেলুড় মঠে। এই বিশেষ দিনে দূর দূরান্ত থেকে ভক্তরা তাদের দীক্ষাগুরুকে প্রণাম ও শ্রদ্ধা জানাতে ও তার আশীর্বাদ নিতে বেলুড় মঠে আসেন। এই উপলক্ষে বেলুড় মঠে বিশেষ আয়োজন করা হয়।
করোনা পরিস্থিতিতে গত দু’বছর সেভাবে পালন করা হয়নি গুরু পূর্ণিমা। গত বছর করোনা কড়াকড়ির মধ্যে বেলুড় মঠ খোলা থাকলেও জারি ছিল করোনা বিধিনিষেধ। ভক্ত সমাগম হলেও পালন করা হয়নি গুরু পূর্ণিমা। শুধুমাত্র মূল মন্দিরে প্রবেশ এবং প্রণাম করতে পেরেছিলেন দর্শনার্থীরা।মহারাজের সাক্ষাৎ পাননি তাঁরা।
তাই চলতি বছর ভোর থেকেই ভক্তদের লম্বা লাইন চোখে পড়ে বেলুড় মঠের গেটে। নিয়ম মতো সাদা পদ্ম ফুল এবং প্রসাদ নিয়ে তাঁরা দীক্ষাগুরু মহারাজদের অপেক্ষা করছিলেন তাঁরা। সাধারণত সকাল সাড়ে ছ’টায় বেলুড় মঠ খোলা হয় । আজ, বুধবার গুরু পূর্ণিমা উপলক্ষেও একই নিয়মে মঠ খোলা হয়েছে। ভোর থেকে লাইন দিয়ে এদিন সকাল সাড়ে ১০টায় রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী স্মরণানন্দের সাক্ষাৎ পান তাঁরা। প্রণাম নিবেদন করেন।
Be the first to comment